শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনায় ক্রিকেট খেলাকে নিয়ে সংঘর্ষে জড়িতদের বিচারের দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ২১, ২০১৯
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চান্দিনায় ক্রিকেট খেলাকে নিয়ে সংঘর্ষের ঘটনায় প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার দুপুরে চান্দিনা উপজেলা বাতঘাসী ইউনিয়নের সব্দলপুর গ্রামে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন । এসময় এলাকাবাসী বলেন, প্রধানমন্ত্রির কাছে আমাদের দাবী,  ফারুক মেম্বার ও তার ভাই মোরশেদ কথায় কথায় তারা যে কাউকে গুলি করে দেয়। এর পুর্বে ফারুক মেম্বার একই এলাকার শয়দ আলীর ছেলে এরশাদের পায়ে গুলি করে তাকে পঙ্গু করে দেয়। প্রশাসনের কাছে আমাদের দাবী বিলম্ব না করে অবৈধ অস্ত্র উদ্ধার করে আইনের যথাযথ ব্যাবস্থা গ্রহণ করা হয়। উল্লেখ্য যে গত সোমবার (১৮ মার্চ) বিকেলে বাড়ির পাশে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে শাহিন মুন্সির সাথে একই এলাকার ফারুক স্বর্ণকার মেম্বারের ছেলে শামীম এর সাথে ঝগড়া হয়। ওই ওই ঝগড়ার রেশ ধরে গত ১৯ মার্চ মঙ্গলবার দুপুরে ফারুক স্বর্ণকারের ছেলে আরও কয়েকজন লোক নিয়ে শাহিন মুন্সির বড় বোন অন্তঃসত্বা সালমাকে মারধর করে। এসময় শাহিন মুন্সিসহ বাড়ির লোকজন বাঁধা দেয় ফলে ফারুক মেম্বার, তার ভাই মোর্সেদসহ আরও লোকজন এসে মারধর শুরুকরে এক পর্যায়ে ঘরে ঢুকেই ২ রাউন্ড গুলি ছুঁড়ে। এসময় তাদের গুলিতে শাহিন পেটে গুলিবিদ্ধ হয়। সালমাও আহত হয়। আহত শাহিন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আর পড়তে পারেন