শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনায় করোনা আক্রান্ত হয়ে প্রধান শিক্ষিকার মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ১১, ২০২০
news-image

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চান্দিনায় করোনা আক্রান্ত হয়ে বড় গোবিন্দপুর আলী মিয়া ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জাহানারা নাছরিন (৫৯) মারা গেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। বৃহস্পতিবার ভোর ৫টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জাহানারা নাছরিন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মশাখালী গ্রামের ইঞ্জিনিয়ার মো. সালাহ উদ্দিনের স্ত্রী। মৃত্যুকালে তিনি স্বামী, ২ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার বিকালে স্বামীর বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

জাহানারা নাছরিনের মৃত্যুতে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত পুলিশ সুপার মো. খলিলুর রহমান ভূঁইয়াসহ ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষকমণ্ডলী, কর্মচারী ও ছাত্রছাত্রীবৃন্দ গভীর শোক প্রকাশ করেন।

বৃহস্পতিবার দুপুরে চান্দিনা উপজেলার বড় গোবিন্দপুর আলী মিয়া ভূঁইয়া উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষকমণ্ডলী, কর্মচারী ও ছাত্রছাত্রীদের উপস্থিতিতে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

আর পড়তে পারেন