শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনায় এমপি আশরাফ ও ডাঃ প্রাণ গোপাল সমর্থিত দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ; আহত ২১

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ২৭, ২০১৭
news-image

 

শরীফুল ইসলাম, চান্দিনাঃ

কুমিল্লার চান্দিনা উপজেলায় এমপি আলী আশরাফ ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডা. প্রাণ গোপাল দত্তের অনুসারিদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সাংবাদিক, পুলিশ ও উভয় গ্রুপের নেতাকর্মীসহ প্রায় ২১ জন আহত হয়েছে।

সোমবার (২৭ নভেম্বর) বিকাল ৩টায় চান্দিনা উপজেলা পরিষদের সামনে ও বিকেল সাড়ে ৪ টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে  দু দফা সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে কয়েকজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মো. দুলাল হোসেন, আওয়ামীলীগহ নেতা মনু মিয়া প্রধান, অমল, ছাত্রলীগ নেতা সোহেল, উপজেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক সামিরুল খন্দকার রবি, সহ-সভাপতি শরীফুল ইসলাম, গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান, আর.এ কলেজ ছাত্রলীগ আহবায়ক মো. জামিল, পৌর ছাত্রলীগ নেতা আরমান হোসেন, শ্যামল। আহতরা চান্দিনা মোহনা মেডিকেল সেন্টার, চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চান্দিনা উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মো. দুলাল হোসেন ও পৌর যুবলীগ সভাপতি আলহাজ্ব মো. মনির খন্দকার জানান, ‘শনিবার (২৫ নভেম্বর) প্রাধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ডা. প্রাণ গোপাল দত্তের অনুসারী চান্দিনা উপজেলা ছাত্রলীগ নেতাকর্মীরা উপজেলার নবাবপুরে আনন্দ র‌্যালি বের করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ইউনেস্কো কর্তৃক বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় ওই র‌্যালি বের করা হয়। এসময় উপজেলা যুবলীগ যুগ্ম-আহবায়ক মো. গিয়াস উদ্দিন ও যুবলীগ নেতা বাকীর নেতৃত্বে ছাত্রলীগের র‌্যালিতে হামলা চালিয়ে ব্যানার-ফেস্টুন ছিড়ে ফেলে। ওই হামলার নিন্দা জানিয়ে ডা. প্রাণ গোপাল দত্তের অনুসারী আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা সোমবার (২৭ নভেম্বর) বিকালে চান্দিনা পালকি সিনেমা হল এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি চান্দিনা বাজার হয়ে উপজেলা পরিষদ গেইট এলাকায় পৌঁছলে সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এম.পি গ্রুপের নেতাকর্মীরা মিছিলে হামলা চালায়।’

স্থানীয় সূত্র জানায়, উপজেলা পরিষদ গেইট এলাকায়  উভয় পক্ষের মধ্যে ইট-পাটকেল বিনিময় ও লাঠি নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মো. দুলাল হোসেন, আওয়ামীলীগহ নেতা মনু মিয়া প্রধান, অমল, ছাত্রলীগ নেতা সোহেল, পুলিশ ও সাংবাদিকসহ অন্তত ১২ জন আহত হয়।

সংঘর্ষের পর ডা. প্রাণ গোপাল দত্তের সমর্থকরা মহাসড়ক অবরোধ করে। এক পর্যায়ে তারা মহাসড়কের উপর কিছুক্ষণ অবস্থান নেয়।এদিকে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে বিকাল সাড়ে ৪টায় ডা. প্রাণ গোপাল এর সমর্থকরা উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে প্রতিবাদ সভার প্রস্তুতি নেয়। খবর পেয়ে আলী আশরাফ এমপি’র সমর্থকরা আওয়ামীলীগ কার্যালয়ে গিয়ে ডা. প্রাণ গোপাল এর সমর্থকদের মারধর করে। এ সময় উপজেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক সামিরুল খন্দকার রবি, সহ-সভাপতি শরীফুল ইসলাম, গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান, আর.এ কলেজ ছাত্রলীগ আহবায়ক মো. জামিল, পৌর ছাত্রলীগ নেতা আরমান হোসেন, শ্যামলসহ আরও অন্তত ৯ জন গুরুতর আহত হয়।

এ বিষয়ে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী মাহমুদ জানান, কয়েকজন পুলিশের উপর ইট পড়েছে, তবে কেউ গুরুতর আহত নয়। এ বিষয়ে তদন্ত চলছে। কারো কাছ থেকে এখনও কোন লিখিত অভিযোগ পাইনি। পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আর পড়তে পারেন