শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনায় আল-আমিন এতিমখানায় হাফেজ ছাত্রকে পাগড়ি প্রদান

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ৬, ২০২১
news-image

চান্দিনা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনা আল-আমিন এতিমখানা কমপ্লেক্সে হিফজ সমাপনকারী ছাত্রকে পাগড়ি প্রদান ও দোয়া অনুষ্ঠান হয়েছে।

মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে মাদ্রাসা মিলনায়তনে ওই অনুষ্ঠান হয়।

এতে কমপ্লেক্সের সুপার মো. দ্বীনুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা দেন- হাফেজ মাওলানা আহমাদুল্লাহ্।
বিশেষ অতিথির বক্তৃতা দেন- চান্দিনা আল আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. জাকির হোসেইন, প্রধান মুহাদ্দিস মাওলানা মাহবুবুর রহমান আশরাফী, আওয়ামীলীগ নেতা মো. বাহারুল ইসলাম বাহার।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা দেন- চান্দিনা আল আমিন হিফজখানার হাফেজ মাওলানা কামরুজ্জামান, মুফ্তি মো. ইসমাইল প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন- মাওলানা আবদুল মবিন, মাওলানা তাজুল ইসলাম, সাংবাদিক মো. জাকির হোসেন, মো. আবদুল বাতেন, হাফেজ মাহমুদ, মো. কামরুজ্জামান চৌধুরী, মো. আবুল খায়ের, মো. হারুনুর রশিদ প্রমুখ।

আর পড়তে পারেন