শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনায় আ’লীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

আজকের কুমিল্লা ডট কম :
মে ৩, ২০২১
news-image

 

চান্দিনা প্রতিনিধি:
কুমিল্লার চান্দিনায় এক আওয়ামীলীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করেছে দুর্বৃত্তরা। এসময় দুর্বৃত্তদের হামলায় আহত হয় কামাল হোসেন (৫০) নামে এক কর্মচারী।

শনিবার (১ মে) দিনগত রাত ১ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন চান্দিনার বেলাশহরস্থ হাবিবুর রহমান টেক্সটাইল মিল এলাকায় আওয়ামীলীগ নেতা শাহজাহান সরকারের প্লাস্টিক রিসাইক্লিং ব্যবসা প্রতিষ্ঠানে এ হামলার ঘটনা ঘটে।

আহত কামাল হোসেন চান্দিনার বেলাশহর গ্রামের সুরুজ মিয়ার ছেলে। প্রতিষ্ঠানের মালিক শাহজাহান সরকার দেবীদ্বার উপজেলার জেলা পরিষদ সদস্য ও ওই উপজেলার সুলতানপুর ইউনিয়ন আওয়ামলীগ সভাপতি। তিনি ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।

আহত কামাল জানান- আমি অফিস কক্ষে ঘুমিয়ে থাকা অবস্থায় থাইগ্লাসের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে আমাকে মালিক (শাহজাহান সরকার) ভেবে ঘুমের মধ্যে আমার গলা চেপে ধরে বলে, ‘শাহজাহান তুমি খুব জ্বালাইছোস, তোর দিন শেষ’ এই বলে আমাকে এলোপাথারী মারধর শুরু করে। পরে তাদের মধ্যে একজন বলে উঠে- ‘আরে এইডা শাহজাহান না’। তারপর শুরু হয় ভাংচুর।

শাহজাহান সরকার জানান- আমি মাঝে-মধ্যে অফিস ঘুমাই। মূলত তারা আমাকে হত্যার উদ্দেশ্যেই এ হামলা করেছে। আমার অফিসের সবগুলো থাইগ্লাস, এসি, টিভি, সিসি ক্যামেরা, মনিটর সব ভেঙ্গে ফেলেছে। শুধুমাত্র সিসিটিভি’র ডিভাইসটি ব্যতিত আর কিছুই নেয়নি। এ ঘটনায় আমি চান্দিনা থানা পুলিশে খবর দিলে পুলিশ এসে পরিদর্শণ করে। এ ঘটনায় আমি মামলা দায়ের করবো।

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামসউদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান- ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আর পড়তে পারেন