শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনায় আগুনে পুড়ল ৬টি বসত ঘর

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ২৩, ২০১৯
news-image

 

শরীফুল ইসলাম, চান্দিনাঃ
কুমিল্লার চান্দিনায় অগ্নিকাণ্ডের ঘটনায় দুই পরিবারের ছয়টি ঘর পুড়ে গেছে। এছাড়া আরেকটি পরিবারের বসতঘর আংশিক পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। রোববার (২২ সেপ্টেম্বর) রাতে চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের সোনাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্তরা হলেন-ওই গ্রামের ফজর আলীর ছেলে মোখেছুর রহমান মাহে আলম আলী হোসেন। এ আগুনের ঘটনায় ১০ লাখ টাকার ক্ষতি দাবি করেছেন তারা।

প্রত্যক্ষদর্শী কাউছার জানান, মোখলেছুর রহমানের ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুর্হূতের মধ্যে আগুনের শিখা অন্তত সাতটি ঘরে দ্রুত ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে আসে। তাৎক্ষণিক স্থানীয়দের সহযোগিতায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবুও চারটি বসতঘর, দুটি রান্নঘর ও অপর একটি বসতঘর আংশিক পুড়ে যায়।

চান্দিনার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সফিক উদ্দিন মুন্সি জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিক ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি।

আর পড়তে পারেন