বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনায় আওয়ামীলীগের শোক র‌্যালি ও আলোচনা সভা

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১৬, ২০১৮
news-image

শরীফুল ইসলামঃ
চান্দিনায় শোক র‌্যালী, আলোচনা সভা ও মিলাদ মাহফিল এর মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করে উপজেলা, পৌর আওয়ামীলীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ উপলক্ষে বুধবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে শোক র‌্যালি বের হয়ে চান্দিনা মহিলা ডিগ্রি কলেজ মাঠে গিয়ে শেষ হয়। কলেজ মাঠে আলোচনা সভায় বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবনী তুলে ধরে বক্তৃতা করেন প্রধান অতিথি সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এম.পি।

সভায় চান্দিনা উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি অধ্যাপক শ্রীধর বণিক এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তপন বক্সী, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক মুনতাকিম আশরাফ টিটু, সাংগঠনিক সম্পাদক এড. মহিউদ্দিন আহমেদ আলম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও চান্দিনা পৌর মেয়র মো. মফিজুল ইসলাম। উপজেলা আওয়ামীলীগ নেতা হেদায়েত উল্লাহর সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে বক্তৃতা করেন- জেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক বীরমুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ নির্মল চন্দ্র দাস, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান দুলু মাস্টার, চান্দিনা মিহলা ডিগ্রি কলেজ অধ্যক্ষ মামুন পারভেজ, পৌর কাউন্সিলর কাজী জাফর উল্লাহ আজাদ, কাউন্সিলর সুরুজ ভূইয়া, ইউপি চেয়ারম্যান অহিদ উল্লাহ, মো. খোরশেদ আলম প্রমুখ।

আর পড়তে পারেন