শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনায় অবৈধ গ্যাস সংযোগকারী শাহজাহান রিমান্ডে

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ৫, ২০১৯
news-image

 

শরীফুল ইসলাম, চান্দিনা ঃ
কুমিল্লার চান্দিনায় ২০ কিলোমিটার অবৈধ গ্যাস সংযোগ প্রদানকারী কথিত ঠিকাদার শাহজাহানকে গ্রেফতারের পর রিমান্ডে আনে চান্দিনা থানা পুলিশ। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) তাকে জিজ্ঞাসাবাদের জন্য চান্দিনা থানায় আনা হয়।

শাহজাহান চান্দিনার মাধাইয়া ইউনিয়নের মুরাদপুর গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন কয়েক বছর যাবৎ চান্দিনার মাধাইয়া, নাওতলা, বাখরাবাদ, কুটুম্বপুর, মুরাদপুর, নাজিরপুর, হাসিমপুর দেবিদ্বার উপজেলার সাহারপাড়া, গোবিন্দপুর সহ বেশ কয়েকটি এলাকায় অবৈধ গ্যাস সংযোগ প্রদান করে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়।

গত ১৭ জুন বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী অভিযান চালিয়ে মাধাইয়া ইউনিয়নের কুটুম্বপুর সামিট পাওয়ার প্লান্টের পিছন থেকে ২০ কিলোমিটার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে। তার বিরুদ্ধে গ্যাস আইনে মামলা করেন বাখরাবাদ গ্যাস ডিসট্রিবিউশন কোম্পানী। এ ঘটনার পরও থেমে নেই শাহজাহান এর দৌরাত্ম্য। গত ২৯ জুলাই রাতের অন্ধকারে পুনরায় ওই অবৈধ গ্যাস সংযোগ চালু করে শাহাজাহান। ওই মামলায় ১ সেপ্টেম্বর তাকে গ্রেফতার করে চান্দিনা থানা পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা ও চান্দিনা থানার উপ-পরিদর্শক (এস.আই) মো. নোমান রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেন।

আর পড়তে পারেন