শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনার লক্ষীপুর আলিম মাদ্রাসায় নবীন বরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ২৩, ২০১৯
news-image

 

শরীফুল ইসলাম :

কুমিল্লার চান্দিনা উপজেলার জোয়াগ ইউনিয়নের লক্ষীপুর আলিম মাদ্রাসায় ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের আলিম ছাত্র-ছাত্রীদের বরণ উপলক্ষে মঙ্গলবার (২৩ জুলাই) মাদ্রাসা মিলনায়তনে নবীন বরণ অনুষ্ঠান হয়। এসময় দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত চারজন শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়।

এতে মাদ্রাসা পরিচালনা পর্ষদ সভাপতি মো. আবদুস ছালাম সওদাগর এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- মাদ্রাসা পরিচালনা পর্ষদের বিদ্যুৎসাহী সদস্য ডা. খলিলুর রহমান পলাশ। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন- মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা আলী নেওয়াজ ওয়াজেদী।

সিনিয়র শিক্ষক মো. মিজানুর রহমান এর সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে বক্তৃতা করেন- প্রভাষক মো. মাসুমুর রহমান মাসুদ, মো. জয়নাল আবেদীন, শিক্ষার্থী আবদুল আহাদ, মাহমুদা আক্তার মাহবুবুর রহমান।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সহযোগী অধ্যাপক মাওলানা আহমাদুল্লাহ্ আতেকী, প্রভাষক মো. মিজানুর রহমান, নূরুন্নাহার বেগম, শাহিনুর আক্তার, ছাত্রলীগ নেতা কাউছার আলম আপন প্রমুখ। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষকমন্ডলী ও নবীন-প্রবীণ ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

আর পড়তে পারেন