বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনার মাধাইয়ায় বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ১৩, ২০১৮
news-image

চান্দিনা  প্রতিনিধিঃ
চান্দিনার মাধাইয়া বাজার ছাদিম উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ এর অভিভাবক প্রতিনিধি নির্বাচন বৃহস্পতিবার (১১ অক্টোবর ) অনুষ্ঠিত হয়। উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। নির্বাচনে মোট ভোটার ছিল ১ হাজার ১ শত ৭৬ জন। ৪জন অভিভাবক প্রতিনিধি পদে ২টি প্যানেলে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে ৬ শত ৫ ভোট পেয়ে হাজী মো. মোরশেদ আলম নাবু প্রথম, ৪ শত ৯৬ ভোট পেয়ে মো. আল আমিন দ্বিতীয়, ৪শত ১৭ ভোট পেয়ে মফিজুল ইসলাম তৃতীয় এবং ৩ শত ৭৪ ভোট পেয়ে মনিরুল ইসলাম চতুর্থ অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হন। এর আগে সংরক্ষিত মহিলা অভিভাবক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হাজেরা আক্তার ও শিক্ষক প্রতিনিধি হিসেবে মাওলানা কাজী সিদ্দিকুর রহমান ও মো.সিদ্দিকুর রহমান নির্বাচিত হন।

নির্বাচনের প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গাউসুল আজম। বিজয়ী প্রতিনিধিদের মধ্যে তিন জন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের প্যানেল থেকে নির্বাচিত হয়। অপর জন মাধাইয়া ইউনিয়ন বিএনপির ৫ নং ওয়ার্ড সভাপতি হাজী মোরশেদ আলম নাবু প্রথম স্থান অর্জন করে বিজয়ী হয়।

আর পড়তে পারেন