শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনার মহিচাইলে আ’লীগ প্রার্থী মুছা মজুমদার চেয়ারম্যান নির্বাচিত

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ১১, ২০১৭
news-image

চান্দিনা প্রতিনিধিঃ
চান্দিনা উপজেলার মহিচাইল ইউনিয়ন পরিষদের একটি কেন্দ্রে পুনঃনির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আবু মুছা মজুমদার নৌকা প্রতীকে ৭শত ৪৮ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ এর বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান এ.কে.এম রুহুল আমিন আনারস প্রতীকে ২শত ৫১ ভোট পেয়েছেন। বিশ দলীয় জোট প্রার্থী মো. কামরুল হাসান ভূইয়া ধানের শীষ প্রতীকে ১শত ৪ভোট পেয়েছেন।
এদিকে আগের ৮ ওয়ার্ডের ভোটসহ নৌকার প্রার্থী আবু মুছা মজুমদার সর্বমোট ৩হাজার ৬শত ১২ ভোট পেয়েছেন। এ.কে.এম রুহুল আমিন আনারস প্রতীকে পেয়েছেন সর্বমোট ৩ হাজার ৩০৫ ভোট, মো. কামরুল হাসান ভূইয়া ধানের শীষ প্রতীকে পেয়েছেন সর্বমোট ২ হাজার ৭ ৭৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে ৩শত ৭ ভোট বেশি পেয়ে আওয়ামীলীগ প্রার্থী আবু মুছা মজুমদার চেয়ারম্যান নির্বাচিত হন।
রোববার (১০ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বাতাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এক টানা ভোটগ্রহণ সম্পন্ন হয়। সকালে প্রচন্ড ঝড় বৃষ্টি উপেক্ষা করে প্রতিকূল আবহাওয়ায়ও ভোটাররা ভোট প্রদানের জন্য কেন্দ্রে উপস্থিত হয়। অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণের লক্ষ্যে ওই কেন্দ্রে ২জন ম্যাজিষ্ট্রেট, ১জন প্রিজাইডিং অফিসার, ৪জন সহকারি প্রিজাইডিং অফিসার, ১টি স্টাইকিং ফোর্স, ২টি মোবাইল টিম, ১ প্লাটুন বিজিবি, প্রায় দেড়শ পুলিশ, ১ প্লাটুন র‌্যাব এর পাশাপাশি আনসার সদস্যরা দায়িত্ব পালন করেন।
নির্বাচনের রিটার্নিং অফিসার চান্দিনা উপজেলা রিসোর্স সেন্টার এর ইন্সট্রাক্টর মো. মোস্তফা কামাল জানান, কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে অবাধ, সুষ্ঠু, নিরেপেক্ষ ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়। নির্ধারিত সময়ে মোট ১হাজার ১শত ৩২ ভোট কাস্ট হয়। আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আবু মুছা মজুমদার বেসরকারি ভাবে মহিচাইল ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার বিষয়টি তিনি নিশ্চিত করেন।

আর পড়তে পারেন