শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনার বিভিন্ন স্থানে ডাঃ প্রাণ গোপালের মত বিনিময় সভা অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ১৩, ২০১৮
news-image

চান্দিনা প্রতিনিধিঃ
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট চাইলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক স্বাধীনতা পদকপ্রাপ্ত অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।

শুক্রবার (১২ অক্টোবর) দিন ব্যাপী চান্দিনা পৌর এলাকা ও বরকইট ইউনিয়নের বিভিন্ন স্থানে পৃথক পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

একাদশ সংসদ নির্বাচনে তিনি চান্দিনা আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচনে অংশ নেওয়ার আশাবাদ ব্যক্ত করে বলেন, ছাত্রজীবন থেকে বাংলাদেশ ছাত্রলীগের মাধ্যমে রাজনীতিতে আসি। দীর্ঘদিন চিকিৎসা সেবায় নিয়োজিত থেকে দেশে-বিদেশে সুনাম অর্জন করেছি। এখন চান্দিনাবাসীর খাদেম হিসেবে বাকী জীবন অতিবাহিত করতে চাই।

আগামী নির্বাচনে কেন্দ্র দখল করে নির্বাচিত হতে চাই না। চান্দিনার প্রতিটি ভোটারের এক একটি ভোটে নির্বাচিত হতে চাই। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আপনারা ঐক্যবদ্ধ ভাবে আবারও নৌকায় ভোট দিবেন। আপনাদের ভোটে নির্বাচিত হয়ে সারা দেশের ন্যায় চান্দিনায়ও উন্নয়নের ধারা অব্যাহত রাখবো। চান্দিনা হবে সারা বাংলাদেশের উন্নয়নের রোল মডেল।
শুক্রবার সকালে চান্দিনা পৌরসভার বেলাশ্বর কচুয়ারপাড়ে আওয়ামীলীগ নেতা হাজী মো. শাহজাহান এর সভাপতিত্বে পথসভা অনুষ্ঠিত হয়। পরে কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. প্রান গোপাল দত্ত নেতা-কর্মীদের নিয়ে উপজেলার বেলাশহর, কাঠেরপুল, পিহর সহ বিভিন্ন পথসভায় যোগদানের পাশাপাশি বিভিন্ন হাট-বাজার এলাকায় জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক কাজী গোলাম দস্তগীর পাপন, প্রচার সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান মোসলেহ উদ্দিন, পৌর আওয়ামীলীগ সভাপতি কাজী গোলাম মোস্তফা, মাইজখার ইউপি চেয়ারম্যান শাহ্ সেলিম প্রধান, মাইজখার ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জামাল উদ্দিন, সাবেক পৌর মেয়র আব্দুল মান্নান সরকার, সাবেক পৌর কাউন্সিলর জয়নাল আবেদীন, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল বাসার, মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম চেয়ারম্যান, আওয়ামীলীগ নেতা লিটন চৌধুরী, সহিদুল ইসলাম মেম্বার, কাজী আখলাকুর রহমান জুয়েল, যুবলীগ নেতা শাহজাহান প্রমুখ।

বিকেলে পৌরসভার ৭নং ওয়ার্ডের ছায়কোট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।

পৌর আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মোস্তফার সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোসলেহ উদ্দিন, পৌর যুবলীগ সাবেক সভাপতি আলহাজ্ব মনির খন্দকার, আওয়ামীলীগ নেতা আলহাজ্ব মনু মিয়া প্রধান, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আবু কাউসার। সঞ্চালন করেন উপজেলা ছাত্রলীগ সভাপতি এ্যাডভোকেট মহিউদ্দিন ও সহ-সভাপতি মো. ইকবাল হোসেন।

আর পড়তে পারেন