বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনার পৌরসভার ড্রেনের পানিতে ডুবে শিশুর মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ১৯, ২০১৭
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার চান্দিনা উপজেলা সদরের পৌরসভার ড্রেনের পানিতে ডুবে তৈয়বা (৫) নামে এক শিশুর মৃত্যু ঘটেছে। রোববার সকালে পৌরসভার খানবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তৈয়বা ওই এলাকার সফিকুল ইসলাম ড্রাইভারের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, পানি নিস্কাশনের জন্য খান বাড়ির সামনের পৌর ড্রেনের ময়না আবর্জনা পরিস্কার না করায় প্রায়ই ঘটে জলাবদ্ধতা এবং ড্রেনের উপর স্লাব না থাকায় ঘটছে দুর্ঘটনা। রোববার সকালে প্রচন্ড বৃষ্টিতে পানিতে ডুবে যায় রাস্তাসহ পুরো ড্রেন। শিশু তৈয়বা রাস্তা পারাপারের সময় খোলা ড্রেনে পড়ে যায়। এদিকে বেশ কিছুক্ষণ যাবৎ শিশু তৈয়বা’র পরিবার তাকে খোঁজাখুজি করে কোথাও পাচ্ছিল না। পরে ড্রেনে মেয়ের ভাসমান দেহ দেখে স্থানীয় একটি হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।
এ ব্যাপারে ওয়ার্ড কাউন্সিলর কাজী জাফর উল্লাহ আজাদ নিহতের পরিবারের প্রতি সমাবেদনা জ্ঞাপন করেন বলেন, ঘটনাটি খুবই দু:খজনক। ড্রেনের পানি নিস্কাশনে পৌর কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।

আর পড়তে পারেন