শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনার জোয়াগে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ৯, ২০১৮
news-image

মো. শরীফুল ইসলাম, চান্দিনা ঃ
চান্দিনা উপজেলার ১৩নং জোয়াগ ইউনিয়নের দেওকামতা গ্রামের ব্যবসায়ী মো. তৌকির আহমেদ এর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় নিন্দা জানিয়ে দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা।

সোমবার (৯ এপ্রিল) সকালে মাধাইয়া-রহিমানগর সড়কে ওই ইউনিয়নের লক্ষ্মীপুর নতুন বাজার এলাকায় ওই মানববন্ধন হয়। বিক্ষুব্ধ জনতা এসময় অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করার দাবি জানিয়ে বাজারে বিক্ষোভ মিছিল বের করে।

গত ৩ এপ্রিল সন্ত্রাসীরা মাওলা এগ্রো ফিশারিজ এর ব্যবস্থাপনা পরিচালক ও ইস্পাহানী পাবলিক স্কুল এর বিদ্যুৎসাহী সদস্য মো. তৌকির আহমেদের উপর হামলা চালায়। হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কৈলাইন লক্ষ্মীপুর নতুন বাজারে কৈলাইন ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ, আদর্শ মুজিব সেনা ঐক্য পরিষদ সেচনা-৭১, জোয়াগ ইউনিয়ন শাখা ছাত্রলীগ, আল-রাজী মেডিকেল এন্ড ডায়াগোনস্টিক সেন্টার, এলাকার শান্তিপ্রিয় সচেতন নাগরিক সমাজের কয়েকটি ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। মানববন্ধনে অংশগ্রহণ করেন- আল-রাজী মেডিকেল এন্ড ডায়াগোনস্টিক সেন্টারের কর্মকর্তা কর্মচারী, জোয়াগ ইউনিয়ন ছাত্রলীগ, আদর্শ মুজিব সেনা ঐক্য পরিষদ চেতনা-৭১ এর নেতাকর্মী, কৈলাইন লক্ষ্মীপুর নতুন বাজরের ব্যবসায়ী বৃন্দ, কৈলাইন, লক্ষ্মীপুর, কুদুটি, দেওকামতা, পাঁচ পুকুরিয়া, জোয়াগ, নোয়াগাঁও ও আমলকি গ্রামের শান্তিপ্রিয় সচেতন নাগরিক সমাজ। মানববন্ধনে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা শাহেন শাহ্ মিয়া, ডাক্তার মো. ইউছুফ, যুবলীগ নেতা ছিদ্দিকুর রহমান ছোটন, আওয়ামীলীগ নেতা আবদুল লতিফ, লক্ষ্মীপুর বাজারের ব্যবসায়ী ছাইফুল ইসলাম মজুমদার, ফখরুল ইসলাম। মানববন্ধনে বক্তব্য রাখেন- জোয়াগ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান সেলিম, সহ-সভাপতি সোহেল, নুর উদ্দিন, সাধারণ সম্পাদক শরীফুজ্জামান সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জুয়েল রানা, দোল্লাই নবাবপুর ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুব আলম (মুন্না), ব্যবসায়ী মোঃ দেলোয়ার হোসেন, চান্দিনা উপজেলা ছাত্রলীগ নেতা তানভীর ইসলাম হাসিব, ছাত্রলীগ নেতা জাফর ইকবাল, রকিবুল ইসলাম, রিপন হোসেন, যুবলীগ নেতা আতিকুর রহমান, রবিউল ইসলাম, সুমন প্রমুখ। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহনকারীরা তৌকিরের উপর হামলাকারী সন্ত্রাসী শহিদ মিয়া, শাহিদুল ইসলাম গংদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য প্রশাসনের নিকট দাবি জানান।

আর পড়তে পারেন