শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনার চিলোড়ায় ৫ শত পরিবারে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন ও শীতবস্ত্র বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ২২, ২০১৭
news-image

শরীফুল ইসলামঃ

চান্দিনা উপজেলার বাড়েরা ইউনিয়নের চিলোড়া, এতবারপুর, উত্তর বাড়েরা, রামচন্দ্রপুর টাটেরা ও ছাতাড্ডা কাজী পাড়া গ্রামে শুক্রবার (২২ জানুয়ারি ) বিকেলে ৪ শত ৯৫ টি পরিবারে নতুন বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করা হয়।

বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ৩ কোটি টাকা ব্যয়ে ওই সংযোগ উদ্বোধন করেন প্রধান অতিথি- সাবেক ডেপুটি স্পিকার আলহাজ্ব অধ্যাপক মো. আলী আশরাফ এম.পি। পরে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন প্রধান অতিথি।

বাড়েরা ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. সেলিম ভূইয়া’র অর্থায়নে ওই শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে বাড়েরা ইউপি চেয়ারম্যান মো. খোরশেদ আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তপন বক্সী, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এবং চান্দিনা পৌরসভার মেয়র মো. মফিজুল ইসলাম, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ডিজিএম মো. ইউসুফ আলী, মাইজখার ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো. জামাল উদ্দিন, বাড়েরা ইউনিয়ন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি রৌশন আলী প্রধান।

কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক মো. মোজাম্মেল হক এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন- চান্দিনা পৌরসভার কাউন্সিলর ও পৌর আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মো. সুরুজ ভুইয়া, স্থানীয়ভাবে ঘোষিত উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. নজরুল ইসলাম সুমন, বাড়েরা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি জিএম খাদেমুল বাশার মোমেন, জোয়াগ ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি কাউসার আলম আপন, মাওলানা গোলাম মোস্তফা। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জোয়াগ ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. আবদুস ছালাম সওদাগর, পৌর আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মো. আবদুর রহিম, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা কাজী আখলাকুর রহমান জুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, সাংগঠনিক সম্পাদক মো. সেলিম রেজা প্রমুখ।

আর পড়তে পারেন