শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনার কোন রোগীকে বাহিরে গিয়ে চিকিৎসা করাতে হবে না -ডা. প্রাণ গোপাল দত্ত

আজকের কুমিল্লা ডট কম :
জুন ৯, ২০১৮
news-image

 

চান্দিনা প্রতিনিধিঃ
‘চান্দিনার মানুষ চান্দিনায়ই চিকিৎসা সেবা পাবে, বাহিরে গিয়ে চিকিৎসা করাতে হবে না’ বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।

শুক্রবার (৮ জুন) বিকেলে উপজেলার গল্লাই ইউনিয়নের কেশেরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামীলীগ নেতা-কর্মী আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

স্বাধীনতা পদকপ্রাপ্ত দেশের খ্যাতনামা ওই চিকিৎসক আরও বলেন, চান্দিনার মানুষ শান্তি চায়। কোন মাদক ব্যবসায়ীকে পছন্দ করে না। শান্তি প্রিয় চান্দিনাবাসীকে শিক্ষায় উন্নত করতে আমি আপ্রাণ চেষ্টা করবো এবং যতদিন বেঁচে থাকবো মানুষের ভালবাসা নিয়েই বেঁচে থাকতে চাই।
আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল রহমান দর্জি’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাবেক পরিচালক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মমিন সরকার, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, ইউপি মেম্বার মোখলেছুর রহমান, উপজেলা ছাত্রলীগ সভাপতি মহিউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি বারাকাত উল্লাহ, ছাত্রলীগ নেতা গণি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ প্রচার সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোসলেহ উদ্দিন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ নেতা মুজিবুর রহমান, মাইজখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ্ সেলিম প্রধান, মাইজখার ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বিশিষ্ট্য ব্যবসায়ী জামাল উদ্দিন, কুমিল্লা জেলা জজ কোট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের সহকারি পিপি এড. শাহজালাল মিঞা শিপন, যুবলীগ নেতা ও জেলার শ্রেষ্ঠ শিক্ষানুরাগী মনির খন্দকার, পৌর আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর আলম, যুবলীগ নেতা শাহজাহান প্রমুখ। পরে মহিচাইল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ইফতার মাহফিলের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।

এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর আলম, চান্দিনা পৌরসভার সাবেক মেয়র আব্দুল মান্নান সরকার, উপজেলা আওয়ামীলীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য আবু তাহের ভূইয়া, মহিচাইল ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান একেএম রুহুল আমিন, উপজেলা যুবলীগ সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি লিটন চৌধুরী, মাও. আবু সুফিয়া, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আবু কাউসার প্রমুখ।

আর পড়তে পারেন