শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনার এক ইউনিয়নে আওয়ামীলীগের দুই নেতার পৃথক কর্মসূচী

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ১৭, ২০১৭
news-image

 

চান্দিনা সংবাদদাতাঃ
কুমিল্লার চান্দিনা উপজেলার সুহিলপুর ইউনিয়নে আওয়ামীলীগের দুই নেতার পৃথক কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ নভেম্বর) সকাল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের নেতৃত্বে এক ইউনিয়নে ৬টি পথসভা করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের সাবেক পরিচালক মুক্তিযোদ্ধা আব্দুল মমিন সরকার, জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামীলীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য আবু তাহের ভূইয়া, চান্দিনা পৌর সভার সাবেক মেয়র আব্দুল মান্নান সরকার, মাইজখার ইউপি চেয়ারম্যান শাহ্ সেলিম প্রধান, সাবেক ইউপি চেয়ারম্যান ফজলুল করিম, সাবেক চেয়ারম্যান একেএম রুহুল আমিন, সাবেক চেয়ারম্যান হারুন-অর রশিদ, উপজেলা আওয়ামীলীগ সহ-প্রচার সম্পাদক আবুল হাসেম মুন্সি, কুমিল্লা জজ কোর্টের সহকারি পিপি এড. শাহজালাল মিঞা শিপন, কেন্দ্রিয় যুবলীগ নেতা মুজিবুর রহমান, আওয়ামীলীগ নেতা রফিজ উদ্দিন, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ সদস্য লিটন সরকার, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি মেহেদী হাসান, উপজেলা ছাত্রলীগ সভাপতি মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবু কাউসার, সাংগঠনিক সম্পাদক সামিরুল খন্দকার রবি প্রমুখ।

এদিকে, সকাল ১০টায় একই ইউনিয়নের পিপুইয়া উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপিকে প্রধান অতিথি করে বর্ধিত সভার আহবান করেন ইউনিয়ন আওয়ামীলীগ। ওই সভায় অধ্যাপক মো. আলী আশরাফ উপস্থিত না থাকায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী।
এদিকে, একই দিন ও সময়ে দুই নেতার পৃথক কর্মসূচীর কারণে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করে চান্দিনা থানা পুলিশ।

আর পড়তে পারেন