বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দলা সচেতন নাগরিক গড়ি উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প

আজকের কুমিল্লা ডট কম :
মে ৩১, ২০১৯
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় ব্রাহ্মণপাড়া উপজেলায় চান্দলা ইউনিয়ন সচেতন নাগরিক গড়ি ও গজারিয়া একতা ক্লাবের উদ্যোগে আয়োজন করা হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্পের।

৩১শে মে শুক্রবার সকাল ৯ টার দিকে চান্দলা কে বি হাই স্কুল এন্ড কলেজ ক্যাম্পের উদ্বোধন করেন কুমিল্লা মেডিকেল এসোসিয়েশন সাধারণ সম্পাদক ও চান্দলা কে বি হাই স্কুল এন্ড কলেজের গর্ভনিং বডির সভাপতি ডাঃ আতাউর রহমান জসিম।

ক্যাম্প চলে দুপুর ১টা পর্যন্ত। দিনব্যাপী এ ক্যাম্পে উপস্থিত ছিলেন চান্দলা কে বি হাই স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক রাখাল চন্দ্র শীল, বিভিন্ন জেলা থেকে আসা ৬ জন চিকিৎসক। চিকিৎসকরা হলেন ডাঃ জামাল চৌধুরী,মেডিকেল অফিসার,কুমিল্লা ট্রমা সেন্টার, ডাঃ মোঃ আকতার হোসেন,ওরাল এন্ড ডেন্টাল সার্জন, ডাঃ রিয়াজ খন্দকার,মেডিকেল অফিসার,কুমিল্লা ট্রমা সেন্টার, ডাঃ অভি মজুমদার,মেডিকেল অফিসার,কুমিল্লা মেডিকেল সেন্টার, ডাঃ আশরাফ সিদ্দিক আদিল,এমবিবিএস,ডি ইউ, ডাঃ এস.এম মুফিজুর রহমান সজল, এমবিবিএস,ডি,ইউ ।

স্বেচ্ছাসেবক হিসাবে উপস্থিত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় মেধাবী ছাত্র আবির হোসেন খান,ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আইয়ুব খান,গজারিয়া একতা ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ শরিফ খান আকাশ,সচেতন নাগরিক গড়ি সদস্য হেলাল আবনুর রনি,সাইদুল ইসলাম,মেহেদি,রাসেল,আল্লাদিন,হাসান,আলামিন এবং চান্দলা কে বি হাই স্কুল এন্ড কলেজের শিক্ষকবৃন্দ। ক্যাম্পে এসে ৬টি বুথে থাকা ৬ জন চিকিৎসকের স্বাস্থ্যসেবা পান প্রায় পাচঁ শত রোগী ।

আর পড়তে পারেন