শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চাঁদপুর-৩ আসনে ১২ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ৩, ২০১৮
news-image

মাসুদ হোসেন, চাঁদপুর:
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) সংসদীয় আসনে বিভিন্ন প্রতীকে ১২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে।

রোববার (২ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোঃ মাজেদুর রহমান খান বৈধ বলে ঘোষণা করেন।

১২ প্রার্থীর মধ্যে ডা: দীপু মনি (আওয়ামীলীগ-মার্কা নৌকা), শেখ ফরিদ আহমেদ মানিক (বিএনপি-মার্কা ধানের শীষ), এড ফজলুল হক সরকার (নাগরিক ঐক্য/ বিএনপি-মার্কা ধানের শীষ), রাশেদা বেগম হিরা (বিএনপি-মার্কা ধানের শীষ), এস এম আলম (জাতীয় পার্টি জেপি বিএনপি-মার্কা ধানের শীষ), এডভোকেট সেলিম আকবর (গণ ফোরাম/জাতীয় ঐক্য ফ্রন্ট-মার্কা ধানের শীষ), আবু জাফর মোঃ মাঈনুদ্দিন (ইসলামী ফ্রন্ট-মার্কা মোমবাতি), মোঃ জয়নাল আবেদীন শেখ (ইসলামী আন্দোলন-মার্কা হাতপাখা), দেওয়ান কামরুনন্নেসা (জাকের পার্টি-মার্কা গোলাপ ফুল), শাহজাহান তালুকদার (বাসদ-মার্কা মই), মোঃ আজিজুর রহমান (বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কাস পার্টি) ও মোঃ মিজানুর রহমান (তরীকত ফেডারেশন-মার্কা ফুলের মালা) তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়েছে।

আর পড়তে পারেন