বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চাঁদপুর সদর উপজেলার কমিউনিটি পুলিশিংয়ের নতুন কমিটি ঘোষণা

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১১, ২০১৯
news-image

 

মাসুদ হোসেন, চাঁদপুর:
এলাকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন ও বিভিন্ন অপরাধ নির্মূলে সহয়তা করার লক্ষ্যে চাঁদপুর সদর উপজেলার ১৪টি ইউনিয়নের কমিউনিটি পুলিশিং কমিটি ঘোষনা করা হয়েছে। গত ৯ আগষ্ট আনুষ্ঠানিকভাবে কমিউনিটি পুলিশিং উক্ত ইউনিয়নগুলোর কমিটি ঘোষনা করেন মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নাসিম উদ্দিন ।

ইউনিয়ন ভিত্তিক কমিটির সভাপতি ও সম্পাদকরা হলেন, ১নং বিষ্ণপুর : সভাপতি-সফিক ঢালী,সম্পাদক-আ: রহিম কাজী, ২নং আশিকাটি: সভাপতি- নাজিম মিজি, সম্পাদক- রফিক খান, ৩নং কল্যাণপুর: সভাপতি-জয়নাল আবেদীন পাটোয়ারী, সম্পাদক- সাংবাদিক এম এম কামাল ৪নং শাহমাহমুদপুর: সভাপতি- আ: হান্নান খান মিলন, সম্পাদক-মো: কামাল হাজী ৫নং রামপুর: সভাপতি-মো: সোহরাব পাটোয়ারী, সম্পাদক- শাহাদাত হোসেন পাটোয়ারী, ৬নং মৈশাদী:সভাপতি- মো জাকির হোসেন, সম্পাদক-রাশেদ জাহান তুষার ৭নং তরপুরচন্ডি: সভাপতি- আ: মালেক দেওয়ান, সম্পাদক-মোর্শেদ আলম কবির, ৮নং বাগাদী:সভাপতি- হাফেজ হাসান খান, সম্পাদক- মাও: জাকির হোসেন হিরু, ৯নং বালিয়া: সভাপতি-জাকির হোসেন বহরদার, সম্পাদক-শফিকুর রহমান শেখ, ১০নং লক্ষ্মীপুর: সভাপতি-ছায়েদ আলী আখন্দ, সম্পাদক-আব্দুল কাদির, ১১নং ইব্রাহীমপুর:সভাপতি- লিলু হাওলাদার,সম্পাদক-ইমান হাওলাদার ১২নং চান্দ্রা: সভাপতি-মহিউদ্দিন দুলাল পাটোয়ারী, সম্পাদক-হাজী আব্দুল জব্বার পাটোয়ারী, ১৩নং হানারচর: সভাপতি- ওয়ালী উল্লাহ মস্তান, সম্পাদক-নজরুল ইসলাম দেওয়ান, ১৪নং রাজরাজেশ্বর: সভাপতি-এইচ এম হাবিবুল্লাহ হাসান, সম্পাদক- মো: শাহজাহান মোল্লা। সেই সাথে পুরাতন উক্ত ইউনিয়ন ভিত্তিক কমিউনিটি পুলিশিং কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে। এতে সকল ইউনিয়নের সভাপতি ও সাধারন সম্পাদকসহ কমিটির নেতৃবৃন্দ আল্লাহপাকের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করে উপজেলা কমিউনিটি পুলিশিং কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং তাদের উপর অর্পিত দায়িত্ব পালনে এলাকাবাসির সার্বিক সহযোগিতা কামনা করেন।

আর পড়তে পারেন