শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চাঁদপুর জেলা জুড়ে বেড়েছে করোনায় সুস্থতার সংখ্যা : কমেছে নতুন শনাক্ত

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ২৯, ২০২০
news-image

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ
করোনা ভাইরাসে চাঁদপুরে নতুন করে মঙ্গলবার কোন মানুুষ আক্রান্ত হয়নি। এ নিয়ে চাঁদপুরে আক্রান্তের সংখ্যা ২২শ’ ছাড়িয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পর্যন্ত চাঁদপুর জেলাজুড়ে মোট করোনাভাইরাস শনাক্ত রোগী ২ হাজার ২৯০ জনের মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৭৮ জন। দিনের নতুন সুুস্থ ৫ জন। বাকী ১৩৫ জন চিকিৎসাধীন।

জেলায় মৃত ৭৭ জনের মধ্যে চাঁদপুর সদরে ২২, ফরিদগঞ্জে ১১, হাজীগঞ্জে ১৭ জন, শাহরাস্তিতে ৭ জন, কচুয়ায় ৬ জন, মতলব উত্তরে ১০ জন, মতলব দক্ষিণে ৩ জন ও হাইমচরে ১ জন। চাঁদপুর জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পর্যন্ত চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ২ হাজার ২৯০ জনের উপজেলা ভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৯শ’ ২৬, হাইমচরে ১৫২, মতলব উত্তরে ১৯২, মতলব দক্ষিণে ২৫৩, ফরিদগঞ্জে ২৫৯, হাজীগঞ্জে ১৯৭, কচুয়ায় ৮৫, ও শাহরাস্তিতে ২২৫ জন।

সিভিল সার্জন ডা: মোঃ সাখাওয়াত উল্লাহ মঙ্গলবার এক প্রেস নোটে জানান, চাঁদপুরে দিনের প্রাপ্ত নমুনা ৪১টি। দিনের প্রাপ্ত রিপোর্ট ৫৫টি। এর মধ্যে সবকটিই নেগেটিভ। এ পর্যন্ত মোট প্রেরণকৃত নমুনার সংখ্যা দাঁড়ালো ১১ হাজার ৮২ টি। এর বিপরীতে রিপোর্ট এসেছে ১১ হাজার ৪১ টি। অপেক্ষমান রিপোর্ট ৪১টি। তিনি জানান, চাঁদপুর জেলায় এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ১ হাজার ১০৮ জন। এর মধ্যে ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৯৪ জন।

বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ১৪ জন। জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ১২ হাজার ৪২১ জন। এরমধ্যে ছাড়পত্র পেয়েছেন ১১ হাজার ৫৮৭ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ৮৩৪ জন।

আর পড়তে পারেন