মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চাঁদপুরে ৫ শতাধিক অসহায় পরিবার পেল জেলা প্রশাসনের ত্রাণ সহায়তা

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ১৮, ২০২১
news-image

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

করোনাভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউন চলাকালে কর্মহীন হয়ে পড়া চাঁদপুরের হতদরিদ্র ও অসচ্ছল পাঁচ শতাধিক অসহায় পরিবারের মাঝে ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছে জেলা প্রশাসন।

রবিবার (১৮ এপ্রিল) সকাল ১১টায় চাঁদপুর স্টেডিয়ামে সকল স্বাস্থ্যবিধি মেনে অসহায়দের মাঝে ত্রাণ সহায়তা তুলে দেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

এসময় ১শ’ বেদে পরিবার, ২শ’ অটোরিকশাচালক, ২শ’ সিএনজিচালক ও ২০ জন দরিদ্র পরিবারের মাঝে ৫ কেজী হারে চাল বিতরণ করা হয়। প্রতিদিন জেলা প্রশাসনের চাল বিতরণের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে দৈনিক চাঁদপুর খবরকে নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার উপপরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।

জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আজ রবিবার থেকে আমরা ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেছি। লকডাউনের কারণে কিছু মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। যার মধ্যে অনেকেই আছেন দিন এনে দিন খায়। তাদের কথা বিবেচনা করে জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ কেজি করে চাল দিয়েছি। আশা করছি, করোনায় কেউ না খেয়ে থাকবে না। পর্যাক্রমে আমরা সব হতদরিদ্রকে ত্রাণ দেব। এ সময় তিনি ব্যবসায়ী রাজনীতিবিদসহ সচ্ছল মানুষকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার উপপরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান, এনডিসি মেহেদী হাসান মানিক, নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা সিফাত, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী ও সাধারণ সম্পাদক রহিম বাদশা সহ জেলা প্রশাসনের প্রায় অর্ধশতাধিক স্বেচ্ছাসেবক ও সাংবাদিকবৃন্দ।

আর পড়তে পারেন