শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চাঁদপুরে রবিবার করোনায় আক্রান্ত ৫১ জন, প্রাণ গেল ১ জনের

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ২৬, ২০২০
news-image

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

করোনাভাইরাসে চাঁদপুরে আরও ৫১ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চাঁদপুরে আক্রান্তের সংখ্যা ১৬ শ’ ছাড়িয়েছে। রবিবার (২৬ জুলাই) পর্যন্ত চাঁদপুর জেলাজুড়ে মোট করোনাভাইরাস শনাক্ত রোগী ১৬৭৩ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৯৯৫ জন।

নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদরে ২৭ জন, হাইমচরে ১ জন, মতলব উত্তরে ১ জন, মতলব দক্ষিণে ৮ জন, ফরিদগঞ্জে ৫ জন, হাজীগঞ্জে ৫ জন, কচুয়ায় ১ জন ও শাহরাস্তিতে ৩ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৭২ জন। বাকী ৬১৬ জন চিকিৎসাধীন।

জেলায় মৃত ৭২ জনের মধ্যে- চাঁদপুর সদরে ২০ জন, ফরিদগঞ্জে নতুন ১ জনসহ ১০ জন, হাজীগঞ্জে ১৭ জন, শাহরাস্তিতে ৬ জন, কচুয়ায় ৬ জন, মতলব উত্তরে ৯ জন, মতলব দক্ষিণে ৩ জন ও হাইমচরে ১ জন। চাঁদপুর জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, রবিবার (২৬ জুলাই) পর্যন্ত চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ১৬শ’ ৮৩ জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৬শ’ ৫০, হাইমচরে ১২৫, মতলব উত্তরে ১৩২, মতলব দক্ষিণে ১৯০, ফরিদগঞ্জে ১৯০, হাজীগঞ্জে ১৫৯, কচুয়ায় ৭৩, ও শাহরাস্তিতে ১৬৪ জন।

সিভিল সার্জন ডা: মোঃ সাখাওয়াত উল্লাহ রবিবার এক প্রেস নোটে জানান, চাঁদপুরে দিনের প্রাপ্ত কোন নমুনা সংগ্রহ হয়নি। দিনের প্রাপ্ত রিপোর্ট ১০২ টি। এর মধ্যে ৫১টি পজেটিভ ও ৫১ টি নেগেটিভ। এ পর্যন্ত মোট প্রেরণকৃত নমুনার সংখ্যা দাঁড়ালো ৬ হাজার ৩৫৬। এর বিপরীতে রিপোর্ট এসেছে ৬ হাজার ২২০ টি। অপেক্ষমান রিপোর্ট ১৩৬টি।

তিনি জানান, চাঁদপুর জেলায় এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৫৬৭ জন। এরমধ্যে ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৫৩৯ জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ২৮ জন। চিকিৎসাধীন ৬১৬ জনের মধ্যে হাসপাতালে ২৪ জন, ঢাকায় রেফার ৬ জন ও হোম আইসোলেশনে ৫৮৬ জন। জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ৯ হাজার ৯৯৩ জন। এরমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৭ হাজার ২৫২ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ২ হাজার ৭৩৮ জন।

আর পড়তে পারেন