বুধবার, ১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চাঁদপুরে বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম পাটওয়ারীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আজকের কুমিল্লা ডট কম :
জুন ১৯, ২০১৮
news-image

মাসুদ হোসেন, চাঁদপুর :

চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি সদস্য মো নজরুল ইসলাম পাটওয়ারীকে (৭০) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। সোমবার (১৮ জুন) রাত্র ১০টায় রামপুর ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এসময় বাংলাদেশ পুলিশ চাঁদপুর সদর উপজেলা প্রশাসন আনুষ্ঠানিকভাবে তাঁকে রাষ্ট্রীয় মার্যাদা দেয়। এতে উপস্থিত ছিলেন- চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অভিষেক দাস, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম চিশতী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সাধারন সম্পাদক আলী এরশ্বাদ মিয়াজী, ৫নং রামপুর ইউপি চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী, ১৪নং রাজরাজেশ্বর ইউপি চেয়ারম্যান মো হজরত আলীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এর আগে দীর্ঘদিন শারীরিকভাবে অসুস্থ্য থাকা অবস্থায় এদিন বিকেল ৫টায় নিজ বাড়িতে মো নজরুল ইসলাম পাটওয়ারী মৃত্যুবরণ করেন। মুক্তিযোদ্ধা মো নজরুল ইসলাম পাটওয়ারীর মৃত্যুতে শোক জানিয়েছেন চাঁদপুর হাইমচর ৩ আসনের সংসদ সদস্য ডাঃ দীপু মনি, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম চিশতী, ইউপি চেয়ারম্যান আল মামুন পাটওয়ারীসহ বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিবর্গ।

আর পড়তে পারেন