বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চাঁদপুরে পুলিশ সদস্যসহ নতুন আক্রান্ত ৩ জন : করোনামুক্ত ১২ জন

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ৩১, ২০২০
news-image

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ
করোনা ভাইরাসে চাঁদপুরে নতুন করে আরও ৩জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চাঁদপুরে আক্রান্তের সংখ্যা ২ হাজার ১শ’ ছাড়িয়েছে।

সোমবার (৩১ আগস্ট) পর্যন্ত চাঁদপুর জেলাজুড়ে মোট করোনাভাইরাস শনাক্ত রোগী ২ হাজার ১৩০ জনের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৭৪১ জন। দিনের সুস্থ রোগীর সংখ্যা ১২ জন। নতুন আক্রান্তরা শুধুমাত্র চাঁদপুর সদরে ৩ জন। এদের মধ্যে শহরের জোড়পুকুর পাড় এলাকার মহিলা ১জন, ট্রাক রোড এলাকার পুরুষ ১জন ও পুলিশ সদস্য ১জন। বাকী ৩১৩ জন চিকিৎসাধীন।

জেলায় মৃত ৭৬ জনের মধ্যে- চাঁদপুর সদরে ২১ জন, ফরিদগঞ্জে ১১, হাজীগঞ্জে ১৭ জন, শাহরাস্তিতে ৭ জন, কচুয়ায় ৬ জন, মতলব উত্তরে ১০ জন, মতলব দক্ষিণে ৩ জন ও হাইমচরে ১ জন। চাঁদপুর জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, সোমবার (৩১ আগস্ট) পর্যন্ত চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ২ হাজার ১৩০ জনের উপজেলা ভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৮শ’ ৫৫, হাইমচরে ১৩৯, মতলব উত্তরে ১৮৭, মতলব দক্ষিণে ২২৬, ফরিদগঞ্জে ২৪৪, হাজীগঞ্জে ১৯৩, কচুয়ায় ৮০, ও শাহরাস্তিতে ২০৪ জন।

সিভিল সার্জন ডা: মোঃ সাখাওয়াত উল্লাহ সোমবার এক প্রেস নোটে জানান, চাঁদপুরে দিনের প্রাপ্ত নমুনা ৯৭টি। দিনের প্রাপ্ত রিপোর্ট ৫২টি। এর মধ্যে ৩ টি পজেটিভ ও ৪৯ টি নেগেটিভ। এ পর্যন্ত মোট প্রেরণকৃত নমুনার সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৯৫৬ টি। এর বিপরীতে রিপোর্ট এসেছে ৮ হাজার ৮৫৯ টি। অপেক্ষমান রিপোর্ট ৯৭টি। তিনি জানান, চাঁদপুর জেলায় এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৮৫৬ জন। এর মধ্যে ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৮৩৭ জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ১৯ জন। জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ১১ হাজার ৭৮১ জন। এরমধ্যে ছাড়পত্র পেয়েছেন ১০ হাজার ২৩৯ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ১ হাজার ৫৪২ জন।

আর পড়তে পারেন