বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চাঁদপুরে নতুন করে ৯ জন করোনায় আক্রান্ত: প্রাণ গেছে আরো একজনের

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ১৬, ২০২০
news-image

 

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ
করোনা ভাইরাসে চাঁদপুরে নতুন করে আরো ৯জন আক্রান্ত হয়েছে। নতুন আক্রান্ত ব্যাক্তিরা চাঁদপুর সদরে ৬ জন,ফরিদগঞ্জে ১জন, মতলব দক্ষিণে ১জন ও শাহরাস্তিতে ১জন। এ পর্যন্ত চাঁদপুরে আক্রান্তের সংখ্যা ২৪শ’ ছাড়িয়েছে। রবিবার (১৫ নভেম্বর) পর্যন্ত চাঁদপুর জেলাজুড়ে মোট করোনা ভাইরাস শনাক্ত রোগী ২ হাজার ৪৮৩ জনের মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৩২৯ জন। দিনের সুস্থ রোগীর সংখ্যা ৭ জন। বাকী ৭৫ জন চিকিৎসাধীন।

জেলায় মৃত ৭৯ জনের মধ্যে চাঁদপুর সদরে ২২, ফরিদগঞ্জে ১২, হাজীগঞ্জে ১৭ জন, শাহরাস্তিতে ৭ জন, কচুয়ায় ৬ জন, মতলব উত্তরে ১০ জন, মতলব দক্ষিণে নতুন একজন সহ ৪ জন ও হাইমচরে ১ জন। চাঁদপুর জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, রবিবার (১৫ নভেম্বর) পর্যন্ত চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ২ হাজার ৪৮৩ জনের উপজেলা ভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১ হাজার ৩১, হাইমচরে ১৬৭, মতলব উত্তরে ২০০, মতলব দক্ষিণে ২৭১, ফরিদগঞ্জে ২৮৩, হাজীগঞ্জে ২০৯, কচুয়ায় ৮৬, ও শাহরাস্তিতে ২৩৬ জন।
সিভিল সার্জন ডা: মোঃ সাখাওয়াত উল্লাহ রবিবার এক প্রেস নোটে জানান, দিনের প্রাপ্ত নমুনা ৪৩টি। দিনের প্রাপ্ত রিপোর্ট ৮৪টি। এর মধ্যে ৯টি পজেটিভ ও ৭৫টি নেগেটিভ। এ পর্যন্ত মোট প্রেরণকৃত নমুনার সংখ্যা দাঁড়ালো ১২ হাজার ৯৫৬ টি। এর বিপরীতে রিপোর্ট এসেছে ১২ হাজার ৯১৩ টি। অপেক্ষমান রিপোর্ট ৪৩টি। তিনি জানান, চাঁদপুর জেলায় এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ১ হাজার ৩৮১ জন। এর মধ্যে ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৩৬৭ জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ১৪জন। জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ১৩ হাজার ১৯৩ জন। এরমধ্যে ছাড়পত্র পেয়েছেন ১২ হাজার ৫৯১ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ৬০২ জন।

আর পড়তে পারেন