শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চাঁদপুরে দুই দিনে করোনায় নতুন আক্রান্ত ৬৯ জন

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ১৫, ২০২১
news-image

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুরে করোনা ভাইরাসে গত দুই দিনে নতুন করে আরো ৬৯ জন আক্রান্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তিরা চাঁদপুর সদরে ৩৯ জন, ফরিদগঞ্জে ২ জন, হাজীগঞ্জে ৬ জন, কচুয়ায় ৭ জন, শাহরাস্তিতে ৪ জন, মতলব উত্তরে ৪ জন, মতলব দক্ষিণে ৫ জন ও হাইমচরে ২ জন। এ পর্যন্ত চাঁদপুরে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৭শ’ ছাড়িয়েছে।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) পর্যন্ত চাঁদপুর জেলাজুড়ে মোট করোনাভাইরাস শনাক্ত রোগী ৩ হাজার ৭৪০ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৩ হাজার ৫৫ জন। গত দুই দিনের সুস্থ্য রোগীর সংখ্যা ৫০ জন। চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৫৮২ জন।

জেলায় মৃত ১০৩ জনের মধ্যে চাঁদপুর সদরে ৩৬, ফরিদগঞ্জে ১৫, হাজীগঞ্জে ১৮ জন, শাহরাস্তিতে ৯জন, কচুয়ায় ৭ জন, মতলব উত্তরে ১১ জন, মতলব দক্ষিণে ৫ জন ও হাইমচরে ২ জন। চাঁদপুর জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, বৃহস্পতিবার (১৫ এপ্রিল) পর্যন্ত চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ৩ হাজার ৭৪০ জনের উপজেলা ভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১ হাজার ৭৩৬, হাইমচরে ২০১, মতলব উত্তরে ২৬৩, মতলব দক্ষিণে ৩৫৮, ফরিদগঞ্জে ৩৯২, হাজীগঞ্জে ৩৪৮, কচুয়ায় ১৩৩, ও শাহরাস্তিতে ৩০৯ জন।

সিভিল সার্জন ডা: মোঃ সাখাওয়াত উল্লাহ বৃহস্পতিবার এক প্রেস নোটে জানান, গত দুই দিনের প্রাপ্ত রিপোর্ট ২৭৯ টি। এর মধ্যে ৬৯টি পজেটিভ ও ২১০ টি নেগেটিভ। এ পর্যন্ত প্রেরণকৃত নমুনার সংখ্যা ২২ হাজার ৮৬৮ টি। এর বিপরীতে রিপোর্ট এসেছে ২২ হাজার ৭৫৫ টি।

তিনি জানান, চাঁদপুর জেলায় এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ২ হাজার ৭১৪ জন। এর মধ্যে ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ৬৯৪ জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ২০জন। জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ১৮ হাজার ২২১ জন। এরমধ্যে ছাড়পত্র পেয়েছেন ১৫ হাজার ৪৯১ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ২ হাজার ৭৩০ জন।

আর পড়তে পারেন