শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

চাঁদপুরে করোনায় পুলিশ সদস্যসহ নতুন আক্রান্ত ৩৪ : রোগীর সংখ্যা ১২৮৫ জন

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১২, ২০২০
news-image

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ
করোনা ভাইরাসে চাঁদপুরে আরও ৩৪ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চাঁদপুরে আক্রান্তের সংখ্যা সাড়ে ১২শ’ ছাড়িয়েছে।

রবিবার (১২ জুলাই) পর্যন্ত চাঁদপুর জেলা জুড়ে মোট করোনা ভাইরাস শনাক্ত রোগী ১২৮৫ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৭০২ জন।

নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদরে ৯ জন ( এদের মধ্যে চাঁদপুর সদর হাসপাতালের পুরুষ ১ জন, বালিয়া ইউনিয়নের মহিলা ১ জন, মুন্সেফ পারার পুরুষ ১ জন, বিদ্যুৎ অফিসের পুরুষ ১ জন, নিতাইগন্জ, পুরান বাজার এলাকার পুরুষ ১ জন, এস পি অফিসের মহিলা পুলিশ সদস্য), হাইমচরে ২ জন, মতলব দক্ষিণে ২ জন, ফরিদগঞ্জে ৮, কচুয়ায় ৩ জন ও হাজীগঞ্জে ১০ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৬৬ জন। বাকী ৫১৭ জন চিকিৎসাধীন।

জেলায় মৃত ৬৬ জনের মধ্যে- চাঁদপুর সদরে ১৯ জন, ফরিদগঞ্জে ৯ জন, হাজীগঞ্জে ১৬ জন, শাহরাস্তিতে ৫ জন, কচুয়ায় ৫ জন, মতলব উত্তরে ৮ জন, মতলব দক্ষিণে ৩ জন ও হাইমচরে ১ জন।

চাঁদপুর জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, রবিবার (১২ জুলাই) পর্যন্ত চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ১২শ’ ৮৫ জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৪৯৬, হাইমচরে ৯৩, মতলব উত্তরে ৮৫, মতলব দক্ষিণে ১৪৬, ফরিদগঞ্জে ১৫৩, হাজীগঞ্জে ১৩০, কচুয়ায় ৫৪, ও শাহরাস্তিতে ১২৮ জন। সিভিল সার্জন ডা: মোঃ সাখাওয়াত উল্লাহ রবিবার এক প্রেস নোটে জানান, চাঁদপুরে দিনের প্রাপ্ত কোন নমুনা সংগ্রহ হয়নি। দিনের প্রাপ্ত রিপোর্ট ১০১ টি। এর মধ্যে ৩৪টি পজেটিভ ও ৬৭টি নেগেটিভ। এ পর্যন্ত মোট প্রেরণকৃত নমুনার সংখ্যা দাঁড়ালো ৫৪৫৯। এর বিপরীতে রিপোর্ট এসেছে ৫২৯৯ টি। অপেক্ষমান রিপোর্ট ১৬০ টি।

তিনি জানান, চাঁদপুর জেলায় এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৪৫৬ জন। এর মধ্যে ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৪০২ জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ৫৪ জন। চিকিৎসাধীন ৫১৭ জনের মধ্যে হাসপাতালে ৪১ জন, ঢাকায় রেফার ৬ জন ও হোম আইসোলেশনে ৪৭০ জন। জেলায় মোট হোমকোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ৮ হাজার ৪০১ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৬ হাজার ৭৯ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ২৩২২ জন।

আর পড়তে পারেন