মঙ্গলবার, ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

চাঁদপুরে করোনায় নতুন করে আরো ৩ জনের প্রাণহানি : আক্রান্ত সাড়ে ৩ হাজার

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ১০, ২০২১
news-image

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

বেশ কিছুদিন ধরে চাঁদপুরে করোনা সংক্রমণের হার বাড়তে শুরু করেছে। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় চাঁদপুরে করোনা শনাক্ত হয়েছে ৩৭ জনের।

নতুন আক্রান্ত ব্যক্তিরা চাঁদপুর সদরে ২১ জন, মতলব উত্তরে ১জন, মতলব দক্ষিণে ৫ জন, ফরিদগঞ্জে ৬ জন ও হাজীগঞ্জে ৪ জন। এ পর্যন্ত চাঁদপুরে আক্রান্তের সংখ্যা সাড়ে ৩ হাজার ছুঁয়েছে।

শুক্রবার (৯ এপ্রিল) পর্যন্ত চাঁদপুর জেলাজুড়ে মোট করোনাভাইরাস শনাক্ত রোগী ৩ হাজার ৫শ’ জনের মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৯১৬ জন। বাকী ৪৮৬ জন চিকিৎসাধীন।

জেলায় মৃত ৯৮ জনের মধ্যে চাঁদপুর সদরে নতুন ১ জনসহ ৩৩, ফরিদগঞ্জে নতুন ১ জনসহ ১৫, হাজীগঞ্জে ১৭ জন, শাহরাস্তিতে ৯জন, কচুয়ায় ৬ জন, মতলব উত্তরে ১১ জন, মতলব দক্ষিণে ৫ জন ও হাইমচরে নতুন ১ জনসহ ২ জন।

চাঁদপুর জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, শুক্রবার (৯ এপ্রিল) পর্যন্ত চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ৩ হাজার ৫শ’ জনের উপজেলা ভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১ হাজার ৬০১, হাইমচরে ১৯৪, মতলব উত্তরে ২৫৫, মতলব দক্ষিণে ৩৪২, ফরিদগঞ্জে ৩৭২, হাজীগঞ্জে ৩১৬, কচুয়ায় ১২২, ও শাহরাস্তিতে ২৯৮ জন।

সিভিল সার্জন ডা: মোঃ সাখাওয়াত উল্লাহ শুক্রবার এক প্রেস নোটে জানান, দিনের প্রাপ্ত রিপোর্ট ২১২ টি। এর মধ্যে ৩৭টি পজেটিভ ও ১৭৫ টি নেগেটিভ। এ পর্যন্ত মোট প্রেরণকৃত নমুনার সংখ্যা দাঁড়ালো ২১ হাজার ৭৮৭ টি। এর বিপরীতে রিপোর্ট এসেছে ২১ হাজার ৬৬৫ টি।

তিনি জানান, চাঁদপুর জেলায় এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ২ হাজার ৬১৮ জন। এর মধ্যে ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ৫৮১ জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ৩৭জন। জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ১৭ হাজার ২৬১ জন। এরমধ্যে ছাড়পত্র পেয়েছেন ১৪ হাজার ৯৩৯ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ২ হাজার ৩২২ জন।

আর পড়তে পারেন