মঙ্গলবার, ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

চাঁদপুরে করোনায় আরো একজনের মৃত্যু : আক্রান্ত বেড়ে ৩৫২৫ জনে

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ১১, ২০২১
news-image

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুরে করোনা ভাইরাসে আক্রান্ত শহরের পুরানবাজারের পূর্ব শ্রীরামদী এলাকার হাজী রহমত আলীর ছেলে আলী আকবর (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার রাতে চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে তার মৃত্যু হয়। আর নতুন করে আক্রান্ত হয়েছে আরো ২৫ জন। নতুন আক্রান্ত ব্যক্তিরা চাঁদপুর সদরে ১৬ জন, কচুয়ায় ১জন, মতলব দক্ষিণে ১ জন, ফরিদগঞ্জে ১ জন ও হাজীগঞ্জে ৬জন।

এ পর্যন্ত চাঁদপুরে আক্রান্তের সংখ্যা সাড়ে ৩ হাজার ছাড়িয়েছে। শনিবার (১০ এপ্রিল) পর্যন্ত চাঁদপুর জেলাজুড়ে মোট করোনাভাইরাস শনাক্ত রোগী ৩ হাজার ৫২৫ জনের মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৯৩৮ জন। বাকী ৪৮৮ জন চিকিৎসাধীন।
জেলায় মৃত ৯৯ জনের মধ্যে চাঁদপুর সদরে নতুন ১ জনসহ ৩৪, ফরিদগঞ্জে ১৫, হাজীগঞ্জে ১৭ জন, শাহরাস্তিতে ৯জন, কচুয়ায় ৬ জন, মতলব উত্তরে ১১ জন, মতলব দক্ষিণে ৫ জন ও হাইমচরে ২ জন। চাঁদপুর জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, শনিবার (১০ এপ্রিল) পর্যন্ত চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ৩ হাজার ৫২৫ জনের উপজেলা ভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১ হাজার ৬১৭, হাইমচরে ১৯৪, মতলব উত্তরে ২৫৫, মতলব দক্ষিণে ৩৪৩, ফরিদগঞ্জে ৩৭৩, হাজীগঞ্জে ৩২২, কচুয়ায় ১২২, ও শাহরাস্তিতে ২৯৮ জন।

সিভিল সার্জন ডা: মোঃ সাখাওয়াত উল্লাহ শনিবার এক প্রেস নোটে জানান, দিনের প্রাপ্ত রিপোর্ট ১২২ টি। এর মধ্যে ২৫টি পজেটিভ ও ৯৭ টি নেগেটিভ। এ পর্যন্ত মোট প্রেরণকৃত নমুনার সংখ্যা দাঁড়ালো ২২ হাজার ৩১ টি। এর বিপরীতে রিপোর্ট এসেছে ২১ হাজার ৭৮৭ টি।

তিনি জানান, চাঁদপুর জেলায় এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ২ হাজার ৬৩২ জন। এর মধ্যে ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ৫৯৯ জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ৩৩জন। জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ১৭ হাজার ৩৬১ জন। এরমধ্যে ছাড়পত্র পেয়েছেন ১৫ হাজার ২৭ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ২ হাজার ৩৩৪ জন।

আর পড়তে পারেন