শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চাঁদপুরে করোনায় আরো ৪ জনের মৃত্যু, মোট মৃতের সংখ্যা ১০৩

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ১১, ২০২১
news-image

 

মাসুদ হোসেনঃ

চাঁদপুরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো চার জনের মৃত্যু হয়েছে।

এরা হলেন, চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নের সিরাজুল ইসলাম, মৈশাদী ইউনিয়নের মজিবুর রহমান, হাজীগঞ্জ উপজেলার মোতাহের হোসেন ও চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কচুয়া আঞ্চলিক কার্যালয়ের কর্মচারী আবদুল মতিন (যদিও তার গ্রামের বাড়ি নোয়াখালীতে)।

নতুন করে আক্রান্ত হয়েছে আরো ৪৩ জন। নতুন আক্রান্ত ব্যক্তিরা চাঁদপুর সদরে ২২ জন, কচুয়ায় ২জন, মতলব দক্ষিণে ২জন, ফরিদগঞ্জে ৩জন, হাজীগঞ্জে ৭জন, হাইমচরে ৪জন ও শাহরাস্তিতে ৩জন। এ পর্যন্ত চাঁদপুরে আক্রান্তের সংখ্যা সাড়ে ৩ হাজার ছাড়িয়েছে।

রবিবার (১১ এপ্রিল) পর্যন্ত চাঁদপুর জেলাজুড়ে মোট করোনাভাইরাস শনাক্ত রোগী ৩ হাজার ৫৬৮ জনের মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৯৫২ জন। বাকী ৫১৩ জন চিকিৎসাধীন।

জেলায় মৃত ১০৩ জনের মধ্যে চাঁদপুর সদরে নতুন ২ জনসহ ৩৬, ফরিদগঞ্জে ১৫, হাজীগঞ্জে নতুন ১ জনসহ ১৮ জন, শাহরাস্তিতে ৯জন, কচুয়ায় নতুন ১ জনসহ ৭ জন, মতলব উত্তরে ১১ জন, মতলব দক্ষিণে ৫ জন ও হাইমচরে ২ জন।

চাঁদপুর জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, রবিবার (১১ এপ্রিল) পর্যন্ত চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ৩ হাজার ৫৬৮ জনের উপজেলা ভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১ হাজার ৬৩৯, হাইমচরে ১৯৮, মতলব উত্তরে ২৫৫, মতলব দক্ষিণে ৩৪৫, ফরিদগঞ্জে ৩৭৬, হাজীগঞ্জে ৩২৯, কচুয়ায় ১২৫, ও শাহরাস্তিতে ৩০১ জন।

সিভিল সার্জন ডা: মোঃ সাখাওয়াত উল্লাহ রবিবার (১১ এপ্রিল) এক প্রেস নোটে জানান, দিনের প্রাপ্ত রিপোর্ট ২৪৪ টি। এর মধ্যে ৪৩টি পজেটিভ ও ২০১ টি নেগেটিভ। এ পর্যন্ত মোট প্রেরণকৃত নমুনার সংখ্যা দাঁড়ালো ২২ হাজার ২৮২ টি। এর বিপরীতে রিপোর্ট এসেছে ২২ হাজার ৩১ টি।

তিনি আরো জানান, চাঁদপুর জেলায় এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ২ হাজার ৬৫৮ জন। এর মধ্যে ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ৬২১ জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ৩৭জন। জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ১৭ হাজার ৫৩৩ জন। এরমধ্যে ছাড়পত্র পেয়েছেন ১৫ হাজার ৮৩ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ২ হাজার ৪৫০ জন।

আর পড়তে পারেন