বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চাঁদপুরে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৪শত ছাড়াল: মৃতের সংখ্যা ৩২ জনে

আজকের কুমিল্লা ডট কম :
জুন ১৩, ২০২০
news-image

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুরে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত আরো ৪৯ জনের রিপোর্ট পজেটিভ এসেছে। মৃতের সংখ্যা নতুন বেড়েছে ৩ জন। এই নতুন আক্রান্ত ব্যক্তিরা চাঁদপুর সদরউপজেলা ব্যতিত বাকী সাতউপজেলার বাসিন্দা।

শনিবার (১৩ জুন) পর্যন্ত চাঁদপুর জেলাজুড়ে মোট করোনাভাইরাস শনাক্ত রোগী ৪১৩ জন। সুস্থ্য হয়েছেন ৮০ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৩২ জন। বাকী ৩০১ জন চিকিৎসাধীন।

নতুন আক্রান্তদের মধ্যে রয়েছেন- হাজীগঞ্জে ৭ জন (মৃত ২জনসহ), হাইমচরে ১০ জন, শাহরাস্তিতে ১৪ জন (মৃত ১ জনসহ), ফরিদগঞ্জে ১ জন, মতলব দক্ষিণে ৮ জন, মতলব উত্তরে ৩ জন ও কচুয়ায় ৬ জন।

জেলায় মৃত ৩২ জনের মধ্যে- চাঁদপুর সদরে ১০ জন, ফরিদগঞ্জে ৪ জন, হাজীগঞ্জে নতুন ২ জনসহ ৭ জন, শাহরাস্তিতে নতুন ১ জনসহ ৪ জন, কচুয়ায় ৪ জন, মতলব উত্তরে ২ জন ও মতলব দক্ষিণে ১ জন।

চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, শনিবার (১৩ জুন) পর্যন্ত চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ৪১৩ জনের উপজেলা ভিত্তিক পরিসংখ্যানহ লো : চাঁদপুর সদরে ১৫৭, ফরিদগঞ্জে ৪৯, মতলবউত্তরে ১৯, হাজীগঞ্জে ৪৯, মতলব দক্ষিণে ৩৮, কচুয়ায় ২৮, হাইমচরে ২৫ ও শাহরাস্তিতে ৪৮জন।

সিভিল সার্জন ডা: মোঃ সাখাওয়াতউল্লাহ শনিবার বিকেলে এক প্রেস নোটেজানান, চাঁদপুর থেকে দিনের পাঠানো নমুনা হলো ১৬৫টি। দিনের প্রাপ্ত রিপোর্ট ৯৪টি। এর মধ্যে ৪৯টি পজেটিভ ও ৪৫ টি নেগেটিভ। এ পর্যন্ত মোট প্রেরণকৃত নমুনার সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৯৫০। এর বিপরীতে রিপোর্ট এসেছে ২ হাজার ৪৯০টি। অপেক্ষমান রিপোর্ট ৪৬০টি।

তিনি জানান, চাঁদপুর জেলায় এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ১শ’ ৭৭জন। এরমধ্যে ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছেন ১শ’ ৫৩জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ২৪জন। চিকিৎসাধীন ৩০১ জনের মধ্যে হাসপাতালে ১৮ জন, ঢাকায় রেপার ৪ জন ও হোমআইসোলেশনে ২৭৯ জন। জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ৪ হাজার ৯শ’ ৫জন। এরমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩ হাজার ৬শ’ ৯১জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ১ হাজার ২১৪ জন।

আর পড়তে পারেন