শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চাঁদপুরে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১৮৭৫ জনে

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ৫, ২০২০
news-image

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

করোনা ভাইরাসে চাঁদপুরে আজ আরও ৮ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চাঁদপুরে আক্রান্তের সংখ্যা ১৮ শ’ছাড়িয়েছে।

বুধবার (৫ আগস্ট) পর্যন্ত চাঁদপুর জেলাজুড়ে মোট করোনাভাইরাস শনাক্ত রোগী ১৮৭৫ জনের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ২৫৪ জন। নতুন আক্রান্তরা চাঁদপুর সদরে ৪ জন, মতলব উত্তরে ১ জন ও শাহরাস্তিতে ৩ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৭৫ জন। বাকী ৫৬৪ জন চিকিৎসাধীন।

জেলায় মৃত ৭৫ জনের মধ্যে- চাঁদপুর সদরে ২১ জন, ফরিদগঞ্জে ১০ জন, হাজীগঞ্জে ১৭ জন, শাহরাস্তিতে ৭ জন, কচুয়ায় ৬ জন, মতলব উত্তরে ১০ জন, মতলব দক্ষিণে ৩ জন ও হাইমচরে ১ জন। চাঁদপুর জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, বুধবার (৫ আগস্ট) পর্যন্ত চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ১৮শ’ ৭৫ জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৭শ’ ৩৫, হাইমচরে ১২৮, মতলব উত্তরে ১৪৭, মতলব দক্ষিণে ২০১, ফরিদগঞ্জে ২১৫, হাজীগঞ্জে ১৮১, কচুয়ায় ৭৮, ও শাহরাস্তিতে ১৯০ জন।

সিভিল সার্জন ডা: মোঃ সাখাওয়াত উল্লাহ বুধবার এক প্রেস নোটে জানান, চাঁদপুরে দিনের প্রাপ্ত নমুনা ২৯ টি। দিনের প্রাপ্ত রিপোর্ট ৭৭টি। এরমধ্যে ৮টি পজেটিভ ও ৬৯টি নেগেটিভ। এ পর্যন্ত মোট প্রেরণকৃত নমুনার সংখ্যা দাঁড়ালো ৬ হাজার ৯৮৪। এর বিপরীতে রিপোর্ট এসেছে ৬ হাজার ৮৯৮টি। অপেক্ষমান রিপোর্ট ৮৬টি।

তিনি জানান, চাঁদপুর জেলায় এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৬৫১জন। এরমধ্যে ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৬২৩ জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ২৮ জন। চিকিৎসাধীন ৫৪৬ জনের মধ্যে হাসপাতালে ২২ জন, ঢাকায় রেফার ৬ জন ও হোম আইসোলেশনে ৫১৮ জন। জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ১০ হাজার ৭৬১জন। এরমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৮ হাজার ২৯১ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ২ হাজার ৪৭০ জন।

আর পড়তে পারেন