শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

চাঁদপুরে করোনায় আক্রান্তের সংখ্যা ১৪৬১ : মৃতের সংখ্যা ৬৮ জন

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১৯, ২০২০
news-image

 

মাসুদ হোসেন :

করোনাভাইরাসে চাঁদপুরে আরও ৪ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চাঁদপুরে আক্রান্তের সংখ্যা বেড়ে ছাড়িয়েছে সাড়ে ১৪শ’।

রবিবার (১৯ জুলাই) পর্যন্ত চাঁদপুর জেলাজুড়ে মোট করোনাভাইরাস শনাক্ত রোগী ১৪৬২ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৮২৯ জন। নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদরে ৩ জন ও মতলব উত্তরে ১ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৬৮ জন। বাকী ৫৬৪ জন চিকিৎসাধীন।

জেলায় মৃত ৬৮ জনের মধ্যে- চাঁদপুর সদরে ২০ জন, ফরিদগঞ্জে ৯ জন, হাজীগঞ্জে নতুন ১ জনসহ ১৭ জন, শাহরাস্তিতে ৫ জন, কচুয়ায় ৫ জন, মতলবউত্তরে ৮ জন, মতলব দক্ষিণে ৩ জন ও হাইমচরে ১ জন। চাঁদপুর জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, রবিবার (১৯ জুলাই) পর্যন্ত চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ১৪শ’ ৬১ জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৫শ’ ৪৮, হাইমচরে ১১২, মতলব উত্তরে ১০৪, মতলব দক্ষিণে ১৬৬, ফরিদগঞ্জে ১৭৩, হাজীগঞ্জে ১৪১, কচুয়ায় ৬৪, ও শাহরাস্তিতে ১৪৯ জন।

সিভিল সার্জন ডা: মোঃ সাখাওয়াত উল্লাহ রবিবার এক প্রেস নোটে জানান, চাঁদপুরে দিনের প্রাপ্ত নমুনা ১৪১ টি। দিনের প্রাপ্ত রিপোর্ট ৩০ টি। এর মধ্যে ৪টি পজেটিভ ও ২৬ টি নেগেটিভ। এ পর্যন্ত মোট প্রেরণকৃত নমুনার সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৯৯১। এর বিপরীতে রিপোর্ট এসেছে ৫ হাজার ৭৬১ টি। অপেক্ষমান রিপোর্ট ২৩০ টি। তিনি জানান, চাঁদপুর জেলায় এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৫১১ জন। এর মধ্যে ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৪৯৪ জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ১৭ জন। চিকিৎসাধীন ৫৬৪ জনের মধ্যে হাসপাতালে ৯ জন, ঢাকায় রেফার ৬ জন ও হোম আইসোলেশনে ৫৪৯ জন। জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ৯ হাজার ১০৫ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৬ হাজার ৫৯১ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ২ হাজার ৫১৪ জন।

আর পড়তে পারেন