শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

চাঁদপুরে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১০৪৩, মৃতের সংখ্যা ৬২ জনে

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ৫, ২০২০
news-image

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

করোনা ভাইরাসে চাঁদপুরে আরও ৮ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চাঁদপুরে আক্রান্তের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে। রবিবার (৫ জুলাই) পর্যন্ত চাঁদপুর জেলা জুড়ে মোট করোনা ভাইরাস শনাক্ত রোগী ১০৪৩ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৩৮৪ জন।

নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদরে ৩ জন, হাজীগঞ্জে ১ জন, মতলব দক্ষিণে ৩ জন ও শাহরাস্তিকে ১ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৬২ জন। বাকী ৫৯৯ জন চিকিৎসাধীন।

জেলায় মৃত ৬২ জনের মধ্যে- চাঁদপুর সদরে ১৮ জন, ফরিদগঞ্জে ৭ জন, হাজীগঞ্জে ১৬ জন, শাহরাস্তিতে ৪ জন, কচুয়ায় ৫ জন, মতলব উত্তরে ৮ জন, মতলব দক্ষিণে ৩ জন ও হাইমচরে ১ জন।

চাঁদপুর জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, রবিবার (৫ জুলাই) পর্যন্ত চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ১ হাজার ৪৩ জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৪১৭, হাইমচরে ৭৭, মতলব উত্তরে ৭০, মতলব দক্ষিণে ১১৬, ফরিদগঞ্জে ১১০, হাজীগঞ্জে ১০২, কচুয়ায় ৪৬, ও শাহরাস্তিতে ১০৫ জন।

সিভিল সার্জন ডা: মোঃ সাখাওয়াত উল্লাহ রবিবার এক প্রেস নোটে জানান, চাঁদপুরে দিনের প্রাপ্ত নমুনা ১৫৯ টি। দিনের প্রাপ্ত রিপোর্ট ৩৯টি। এর মধ্যে ৮টি পজেটিভ ও ৩১টি নেগেটিভ। এ পর্যন্ত মোট প্রেরণকৃত নমুনার সংখ্যা দাঁড়ালো ৫০১৪। এর বিপরীতে রিপোর্ট এসেছে ৪ হাজার ৬৪৬ টি। অপেক্ষমান রিপোর্ট ৩৬৮ টি।

তিনি জানান, চাঁদপুর জেলায় এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৩৯৮ জন। এর মধ্যে ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩৬১ জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ৩৭ জন। চিকিৎসাধীন ৫৯৯ জনের মধ্যে হাসপাতালে ২৬ জন, ঢাকায় রেফার ৬ জন ও হোম আইসোলেশনে ৫৬৭ জন। জেলায় মোট হোমকোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ৭ হাজার ৪৩৩ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৪ হাজার ৮০৭ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ২ হাজার ৬২৬ জন।

আর পড়তে পারেন