শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চাঁদপুরে একদিনে রেকর্ডসংখ্যক ৮২ জনের করোনা শনাক্ত

আজকের কুমিল্লা ডট কম :
জুন ২৬, ২০২০
news-image

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

মরণব্যধি করোনাভাইরাসে চাঁদপুরে আরও ৮২জন আক্রান্ত হয়েছেন। এটিই চাঁদপুরে একদিনে সর্বোচ্চ সংখ্যক রোগী শনাক্ত হল। এ নিয়ে চাঁদপুরে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে সাড়ে ৭ শতাধিক।

শুক্রবার (২৬ জুন) পর্যন্ত চাঁদপুর জেলাজুড়ে মোট করোনাভাইরাস শনাক্ত রোগী ৭৫১ জনের মধ্যে সুস্থ হয়েছেন ২শ’ ১৫জন। নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদরে ৩২ জন, শাহরাস্তিতে ৬ জন, হাজীগঞ্জে ৯ জন, হাইমচরে ১২ জন, মতলবউত্তরে ১০ জন, কচুয়ায় ১ জন, ফরিদগঞ্জে ৭জন ও মতলব দক্ষিণে ৫ জন। আক্রান্তদেরমধ্যে মারা গেছেন ৫০ জন। বাকী ৪শ’ ৮৬জন চিকিৎসাধীন।

জেলায় মৃত ৫০জনের মধ্যে- চাঁদপুর সদরে ১৩ জন, ফরিদগঞ্জে ৬ জন, হাজীগঞ্জে ১৪ জন, শাহরাস্তিতে ৪ জন, কচুয়ায় ৫ জন, মতলবউত্তরেনতুন ১ জনসহ ৬জন ও মতলব দক্ষিণে ২ জন।

চাঁদপুর জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, শুক্রবার (২৬জুন) পর্যন্ত চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ৭৫১ জনের উপজেলা ভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৩০১,হাইমচরে ৫২, মতলবউত্তরে ৪৬,মতলব দক্ষিণে ৭৯,ফরিদগঞ্জে ৭২, হাজীগঞ্জে ৭৭, কচুয়ায় ৩১, ও শাহরাস্তিতে ৯৩জন।

সিভিল সার্জন ডা: মোঃসাখাওয়াত উল্লাহ শুক্রবার এক প্রেস নোটে জানান, চাঁদপুরে দিনের প্রাপ্ত কোন নমুনা সংগ্রহ হয়নি। দিনের প্রাপ্ত রিপোর্ট ২৮০টি। এরমধ্যে ৮২টি পজেটিভ ও ১৯৮টি নেগেটিভ। এ পর্যন্ত মোট প্রেরণকৃত নমুনার সংখ্যা দাঁড়ালো ৪১৩১। এর বিপরীতে রিপোর্ট এসেছে ৩ হাজার ৭২৮টি। অপেক্ষমান রিপোর্ট ৪০৩টি।

তিনি জানান, চাঁদপুর জেলায় এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৩শ’ ৮জন। এরমধ্যে ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছেন ২শ’ ৬৩জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ৪৫জন। চিকিৎসাধীন ৪৮৬ জনের মধ্যে হাসপাতালে ২৯জন, ঢাকায় রেপার ৬ জন ও হোমআইসোলেশনে ৪৫১জন। জেলায় মোট হোমকোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ৬ হাজার ২শ’ ৬৫জন। এরমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৪ হাজার ১শ’ ৩১জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ২ হাজার ১৩৪জন।

আর পড়তে পারেন