শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চাঁদপুরে একদিনে রেকর্ডসংখ্যক ৭২ জনের করোনা শনাক্ত: মৃতের সংখ্যা বেড়ে ২৯

আজকের কুমিল্লা ডট কম :
জুন ১২, ২০২০
news-image

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুরে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত আরো ৭২ জন শনাক্ত হয়েছে। চাঁদপুরে একদিনে এটাই সর্বোচ্চ সংখ্যক করোনা আক্রান্ত। তবে এসব নমুনা গত কযেকদিনে সংগ্রহ করা হয়েছিল। এই নতুন আক্রান্ত ব্যক্তিরা জেলার আট উপজেলার বাসিন্দা।

শুক্রবার (১২ জুন) পর্যন্ত চাঁদপুর জেলাজুড়ে মোট করোনাভাইরাস শনাক্ত রোগী ৩৬৫ জন। সুস্থ্য হয়েছেন ৭৬ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ২৯ জন। বাকী ২৬০জন চিকিৎসাধীন। নতুন আক্রান্তদের মধ্যে রয়েছেন- চাঁদপুর সদরে ২০জন (মৃত ২জনসহ), হাজীগঞ্জে ১৭জন (মৃত ২জনসহ), হাইমচরে ৫জন, শাহরাস্তিতে ১১জন, ফরিদগঞ্জে ৫জন, মতলব দক্ষিণে ৭জন, মতলব উত্তরে ২জন ও কচুয়ায় ৫জন।

জেলায় মৃত ২৯ জনের মধ্যে- চাঁদপুর সদরে নতুন ২ জনসহ ১০ জন, ফরিদগঞ্জে ৪ জন, হাজীগঞ্জে নতুন ২ জনসহ ৫ জন, শাহরাস্তিতে ৩ জন, কচুয়ায় ৪ জন, মতলব উত্তরে ২ জন ও মতলব দক্ষিণে ১ জন। চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, শুক্রবার (১২ জুন) পর্যন্ত চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ৩৬৫ জনের উপজেলা ভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১৫৭, ফরিদগঞ্জে ৪৮, মতলব উত্তরে ১৬, হাজীগঞ্জে ৪২, মতলব দক্ষিণে ৩০, কচুয়ায় ২৩, হাইমচরে ১৫ ও শাহরাস্তিতে ৩৪জন।

সিভিল সার্জন ডা: মোঃ সাখাওয়াত উল্লাহ শুক্রবার বিকেলে এক প্রেস নোটে জানান, চাঁদপুর থেকে দিনের পাঠানো নমুনা হলো ৫৮টি। দিনের প্রাপ্ত রিপোর্ট ২৭৪টি। এর মধ্যে ৭২টি পজেটিভ ও ২০১ টি নেগেটিভ। এদিকে সিভিল সার্জন অফিস থেকে ৭৩ জনের করোনা পজেটিভ এর কথা জানালেও পরে জানানযায়, এর মধ্যে ১ জন আগেই আক্রান্ত ছিলেন। এটি তার দ্বিতীয় টেস্টের রিপোর্ট। ফলে নতুন আক্রান্তের সংখ্যা হবে ৭২ জন। এ পর্যন্ত মোট প্রেরণকৃত নমুনার সংখ্যা দাঁড়ালো ২৭৮৫। এর বিপরীতে রিপোর্ট এসেছে ২৩৯৬টি। অপেক্ষমান রিপোর্ট ৩৮৯টি।

তিনি জানান, চাঁদপুর জেলায় এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ১শ’ ৬৭জন। এর মধ্যে ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছেন ১শ’ ৫০জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ১৭জন। চিকিৎসাধীন ২৬০ জনের মধ্যে হাসপাতালে ১১ জন, ঢাকায় রেপার ৪ জন ও হোম আইসোলেশনে ২৪৫ জন। জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ৪৭০৯জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩৬৫১জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ১ হাজার ৩৪জন।

আর পড়তে পারেন