শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চাঁদপুরে আজ ১৮টি রিপোর্টের মধ্যে করোনা পজেটিভ ১ জনের

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ২৬, ২০২০
news-image

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

করোনা ভাইরাসে চাঁদপুরে নতুন করে আজ আরও ১ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চাঁদপুরে আক্রান্তের সংখ্যা ২২শ’ ছাড়িয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) পর্যন্ত চাঁদপুর জেলাজুড়ে মোট করোনাভাইরাস শনাক্ত রোগী ২ হাজার ২৮৩ জনের মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৬৩ জন। দিনের নতুন আক্রান্ত ৬ জন। নতুন আক্রান্ত ব্যাক্তি শুধুমাত্র চাঁদপুর সদরে ১ জন। বাকী ১৪৩ জন চিকিৎসাধীন।

জেলায় মৃত ৭৭ জনের মধ্যে চাঁদপুর সদরে ২২, ফরিদগঞ্জে ১১, হাজীগঞ্জে ১৭ জন, শাহরাস্তিতে ৭ জন, কচুয়ায় ৬ জন, মতলব উত্তরে ১০ জন, মতলব দক্ষিণে ৩ জন ও হাইমচরে ১ জন। চাঁদপুর জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, শনিবার (২৬ সেপ্টেম্বর) পর্যন্ত চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ২ হাজার ২৮৩ জনের উপজেলা ভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৯শ’ ২১, হাইমচরে ১৫২, মতলব উত্তরে ১৯২, মতলব দক্ষিণে ২৫৩, ফরিদগঞ্জে ২৫৯, হাজীগঞ্জে ১৯৭, কচুয়ায় ৮৫, ও শাহরাস্তিতে ২২৩ জন।

সিভিল সার্জন ডা: মোঃ সাখাওয়াত উল্লাহ শনিবার এক প্রেস নোটে জানান, চাঁদপুরে দিনের প্রাপ্ত নমুনা ৫৯টি। দিনের প্রাপ্ত রিপোর্ট ১৮টি। এর মধ্যে ১টি পজেটিভ ও ১৭টি নেগেটিভ। এ পর্যন্ত মোট প্রেরণকৃত নমুনার সংখ্যা দাঁড়ালো ১০ হাজার ৯৩৭ টি। এর বিপরীতে রিপোর্ট এসেছে ১০ হাজার ৮৭৮ টি। অপেক্ষমান রিপোর্ট ৫৯টি।

তিনি জানান, চাঁদপুর জেলায় এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ১ হাজার ৮৯ জন। এর মধ্যে ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৬৭ জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ২২ জন। জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ১২ হাজার ৩৯৩ জন। এরমধ্যে ছাড়পত্র পেয়েছেন ১১ হাজার ৫২৭ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ৮৬৬ জন।

আর পড়তে পারেন