বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চাঁদপুরে আজ করোনায় আক্রান্ত ১৪ জন, আক্রান্তের সংখ্যা বেড়ে ১২৯৯

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১৩, ২০২০
news-image

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

করোনা ভাইরাসেচাঁদপুরে আরও ১৪ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চাঁদপুরে আক্রান্তের সংখ্যা সাড়ে বেড়ে ১২৯৯ জন। সোমবার (১৩ জুলাই) পর্যন্ত চাঁদপুর জেলাজুড়ে মোট করোনাভাইরাস শনাক্ত রোগী ১২৯৯ জনের মধ্যে সুস্থহয়েছেন ৭১৬ জন।

নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদরে ৬ জন, হাইমচরে ৪ জন, মতলবউত্তরে ৩ জন ও মতলব দক্ষিণে ১ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৬৬ জন। বাকী ৫১৭ জনচিকিৎসাধীন।

জেলায় মৃত ৬৬ জনের মধ্যে- চাঁদপুর সদরে ১৯ জন, ফরিদগঞ্জে ৯ জন, হাজীগঞ্জে ১৬ জন, শাহরাস্তিতে ৫ জন, কচুয়ায় ৫ জন, মতলবউত্তরে ৮ জন, মতলব দক্ষিণে ৩ জন ও হাইমচরে ১ জন।

চাঁদপুর জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, সোমবার (১৩জুলাই) পর্যন্ত চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ১২শ’ ৯৯ জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৫শ’ ২, হাইমচরে ৯৭, মতলবউত্তরে ৮৮, মতলব দক্ষিণে ১৪৭, ফরিদগঞ্জে ১৫৩, হাজীগঞ্জে ১৩০, কচুয়ায় ৫৪, ও শাহরাস্তিতে ১২৮ জন।

সিভিল সার্জন ডা: মোঃসাখাওয়াত উল্লাহ এক প্রেস নোটে জানান, চাঁদপুরে দিনের প্রাপ্ত নমুনার সংখ্যা ১৫৩। দিনের প্রাপ্ত রিপোর্ট ৫৬ টি। এরমধ্যে ১৪টি পজেটিভ ও ৪২টি নেগেটিভ। এ পর্যন্ত মোট প্রেরণকৃত নমুনার সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৬১২। এর বিপরীতে রিপোর্ট এসেছে ৫ হাজার ৩৫৫ টি। অপেক্ষমান রিপোর্ট ২৫৭ টি।

তিনি জানান, চাঁদপুর জেলায় এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৪৬৫ জন। এরমধ্যে ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৪১৫ জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ৫০ জন। চিকিৎসাধীন ৫১৭ জনের মধ্যে হাসপাতালে ৩৯ জন, ঢাকায় রেফার ৬ জন ও হোম আইসোলেশনে ৪৭২ জন। জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ৮ হাজার ৪৫৭ জন। এরমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৬ হাজার ১৩৫ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ২ হাজার ৩২২ জন।

আর পড়তে পারেন