বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

চাঁদপুরে আজ করোনায় আক্রান্ত ২৫ জন,আক্রান্তের সংখ্যা বেড়ে ১৩৬৬

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১৫, ২০২০
news-image

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

করোনাভাইরাসে চাঁদপুরে আরও ২৫ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চাঁদপুরে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাড়ে ১৩ শতাধিক। বুধবার (১৫ জুলাই) পর্যন্ত চাঁদপুর জেলাজুড়ে মোট করোনাভাইরাস শনাক্ত রোগী ১৩৬৬ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৭৭৬ জন।

নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদরে ১৩ জন, মতলব উত্তরে ১ জন, মতলব দক্ষিণে ৪ জন, হাজীগঞ্জে ১ জন ও শাহরাস্তিতে ৬ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৬৬ জন। বাকী ৫২৪ জন চিকিৎসাধীন।

জেলায় মৃত ৬৬ জনের মধ্যে- চাঁদপুর সদরে ১৯ জন, ফরিদগঞ্জে ৯ জন, হাজীগঞ্জে ১৬ জন, শাহরাস্তিতে ৫ জন, কচুয়ায় ৫ জন, মতলবউত্তরে ৮ জন, মতলব দক্ষিণে ৩ জন ও হাইমচরে ১ জন। চাঁদপুর জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, বুধবার (১৫ জুলাই) পর্যন্ত চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ১৩শ’ ৬৬ জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৫শ’ ২২, হাইমচরে ১০০, মতলব উত্তরে ৯১, মতলব দক্ষিণে ১৫৮, ফরিদগঞ্জে ১৬৬, হাজীগঞ্জে ১৩৪, কচুয়ায় ৫৪, ও শাহরাস্তিতে ১৪১ জন।

সিভিল সার্জন ডা: মোঃসাখাওয়াত উল্লাহ এক প্রেস নোটে জানান, চাঁদপুরে দিনের প্রাপ্ত নমুনা ১৪৭ টি। দিনের প্রাপ্ত রিপোর্ট ৭৬ টি। এরমধ্যে ২৫টি পজেটিভ ও ৫১টি নেগেটিভ। এ পর্যন্ত মোট প্রেরণকৃত নমুনার সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৭৫৯। এর বিপরীতে রিপোর্ট এসেছে ৫ হাজার ৫০১ টি। অপেক্ষমান রিপোর্ট ২৫৮ টি।

তিনি জানান, চাঁদপুর জেলায় এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৪৮৩ জন। এরমধ্যে ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৪৫৯ জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ২৪ জন। চিকিৎসাধীন ৫২৪ জনের মধ্যে হাসপাতালে ২৭ জন, ঢাকায় রেফার ৬ জন ও হোম আইসোলেশনে ৫০১ জন। জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ৮ হাজার ৭২৫ জন। এরমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৬ হাজার ৩৭৯ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ২ হাজার ৩৪৬ জন।

আর পড়তে পারেন