মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চাঁদপুরে অ্যাপসের মাধ্যমে জুয়া খেলে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা, আটক মূল হোতা

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ২১, ২০২১
news-image

স্টাফ রিপোর্টারঃ

চাঁদপুরের মতলব দক্ষিণ থেকেবহুল আলোচিত ক্যাসিনোর আদলে অ্যাপসের মাধ্যমে অনলাইনে জুয়া পরিচালনাকারী মূল হোতা

চাঁদপুরের মতলব দক্ষিণ থেকেবহুল আলোচিত ক্যাসিনোর আদলে ‘মোবাইলঅ্যাপসের’ মাধ্যমে অনলাইনে জুয়া পরিচালনাকারী মোঃ আলমাছ প্রধান (৩৯) নামের মূল হোতাকে আটক করেছে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) ভোররাতে মতলব দক্ষিণ থানাধীন মতলব দক্ষিণ বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে জুয়া খেলার নগদ ২লাখ ৬৫ হাজার টাকা, জুয়া খেলার অ্যাপস সম্বলিত ৫টি মোবাইল, একটি ৫ লক্ষ টাকার ব্যাংক চেক ও ২টি এটিএম কার্ড উদ্ধার করা হয়।

আটককৃত মোঃ আলমাছ প্রধান চাঁদপুরের মতলব দক্ষিণ থানার হাজী মোঃ বাদশা প্রধানের ছেলে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত আসামী দীর্ঘদিন যাবৎ মোবাইল অ্যাপসের মাধ্যমে অনলাইনে জুয়া পরিচালনা করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে আসছিল। এছাড়া তার এই অপকর্মের সাথে আরো অনেকেই জড়িত রয়েছে বলে জানা যায়। এই বিষয়ে আসামীর বিরুদ্ধে চাঁদপুরের মতলব দক্ষিণ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এছাড়াও ক্যাসিনো ও জুয়ার মতো সামাজিক অপরাধের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আর পড়তে পারেন