বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চাঁদপুরের ৭ উপজেলায় নৌকার প্রার্থী বেসরকারিভাবে জয়ী

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ২৪, ২০১৯
news-image

ডেস্ক রিপোর্ট :

চাঁদপুরের ৭ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। প্রার্থীদের মধ্যে ৪ জন প্রতিদ্বন্দ্বিতায় এবং ৩জন নির্বাচনের পূর্বে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হয়। রাত সাড়ে ৮টা পর্যন্ত প্রাপ্ত ভোটের ফলাফলে দেখা যায় চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নুরুল ইসলাম নাজিম দেওয়ান, ফরিদগঞ্জ উপজেলায় অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, শাহরাস্তি উপজেলায় মো. ফরিদ উল্যাহ চৌধুরী, কচুয়া উপজেলায় বর্তমান চেয়ারম্যান শাহজাহান শিশির প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে আছেন।

উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা (অতিরিক্ত জেলা প্রশাসক) মো. শওকত ওসমান ও জেলা নির্বাচন কর্মকর্তা হেলাল উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

অপরদিকে নির্বাচনের পূর্বে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় মতলব উত্তর উপজেলায় আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী মুক্তিযোদ্ধা এম.এ. কুদ্দুছ, দক্ষিণ উপজেলায় এইচ.এম. গিয়াস উদ্দিন ও হাজীগঞ্জ উপজেলায় গাজী মো. মাইনুদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

জেলার ৭টি উপজেলায় মোট ৬২ প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ১৩জন, ভাইস চেয়ারম্যান পদে (পুরুষ) ২৪জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছিলেন ২৫জন।

সাত উপজেলায় মোট ভোটার ১৭ লাখ ২৬ হাজার ৩শ ৩৪ জন। মোট কেন্দ্র ৬শ ৪৯টি, বুথ সংখ্যা ৪ হাজার ৪২৭টি।

আর পড়তে পারেন