বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চাঁদপুরের শাহ্তলী জিলানী চিশতী কলেজে মহান স্বাধীনতা দিবস উদযাপন

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ২৮, ২০১৯
news-image

 

মাসুদ হোসেন :

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শাহ্তলী জিলানী চিশতী কলেজ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় ও ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ১০টায় জিলানী চিশতী কলেজের নব-নির্মিত এটি আহমেদ হোসাইন রুশদী একাডেমিক ভবনের মিলনায়তনে কলেজ অধ্যক্ষ মো: হারুন-অর রশিদের সভাপতিত্বে ও ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কলেজ গভর্নিং বডির সদস্য মো: আবুল কালাম আজাদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
প্রধান অতিথি গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু ছিলেন একজন আদর্শ নেতা। বঙ্গবন্ধুর নেতৃত্বেই আমাদের দেশ স্বাধীন হয়েছে। স্বাধীন দেশের জন্যই সমগ্র বাংলায় উন্নয়নের ছোয়া লেগেছে।

তিনি আরও বলেন, আমি আজকের এই দিনে শ্রদ্ধার সাথে স্মরন করছি বাংলার নায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। যার ডাকে সাঁড়া দিয়ে বাংলার মানুষ ঝাঁপিয়ে পড়েছিল মুক্তি সংগ্রামে। আরও স্মরন করছি যারা মুক্তিযুদ্ধে শহিদ হয়েছে সে মহান ব্যক্তিদের।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষার্থীরা সকল জাতীয় দিবস সম্পর্কে জানতে হবে। তোমরাই হচ্ছ আগামি দিনের উজ্জ্বল নক্ষত্র। তোমাদের দেশের ইতিহাস সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। তোমরা স্কাধীনতা দিবসের সম্পর্কে জানতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আমরা যেন গড়তে পারি এজন্য আমাদের সকলকে এক হয়ে কাজ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাধীনতা যুদ্ধের প্রেরনা নিয়ে সকলের চেষ্টায় এ দেশ উন্নত রাষ্ট্রে পরিনত করতে হবে।

অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকার, সহকারি প্রধান শিক্ষক মো: শাহাদাৎ হোসেন, সিনিয়র সহকারি শিক্ষিকা ফাহিমা জাহান, জিলানী চিশতী কলেজে পদার্থ বিজ্ঞান বিষয়ের প্রভাষক মো: হানিফ মিয়া, ইংরেজী বিষয়ের প্রভাষক মো: জহিরুল ইসলাম খান মুরাদ, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যলয়ের সহকারি শিক্ষক মো: দিদার হোসেন মিজি, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়াডের আওয়ামীলীগ সভাপতি মো: ফারুক কারী, যুবলীগ নেতা মো: আবুল কাশেম কারী, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন একাদশ শ্রেনির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তাহমিনা আক্তার, ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী মো: আরমান কবির।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জিলানী চিশতী কলেজের সহকারি অধ্যাপক সাহেরা আক্তার, সহকারি অধ্যাপক ও কলেজ গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি সদস্য মো: গোলাম সারওয়ার, সহকারি অধ্যাপক মো: কামরুল হাসান, সহকারি অধ্যাপক আলেয়া চৌধুরী, প্রভাষক শামীমা আক্তার, প্রভাষক ও কলেজ গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি সদস্য মো: নুরুল বাতেন, প্রভাষক মাওলানা ছোহাইল আহমাদ চিশতী, প্রভাষক কলেজ গভর্নিং বডির মহিলা শিক্ষক প্রতিনিধি সদস্য নুরুন্নাহার বেগম মুক্তা, প্রদর্শক মো: মুঞ্জুর হোসেন পাটওয়ারী, প্রভাষক ফারজানা আক্তার, প্রভাষক মো: জিয়াউর রহমান, প্রভাষক মো: মানিক মিয়া, প্রভাষক মো: হাবিবুর রহমান, প্রভাষক মো: শাহাদাৎ হোসেন, প্রভাষক মো: মাহাবুবুর রহমান, সহকারি লাইব্রেরীয়ান নাছরীন আক্তার, শরীরচর্চা শিক্ষক হালিমা আক্তার, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক মো: রফিকুল ইসলাম তালুকদার, সহকারি শিক্ষক রাবেয়া বেগম, সহকারি শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য ও বিশিষ্ট সমাজসেবক মো: নুরুজ্জামান মুন্সি, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: লুৎফুর রহমান, সহকারি শিক্ষক বিপুল চন্দ্র নন্দী, সহকারি লাইব্রেরীয়ান মো: রবিউল আউয়াল খান, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা শামিমা সুলতানা, সহকারি শিক্ষিকা নাজিয়া মাহবুব, সহকারি শিক্ষিকা শাহিনা আক্তার, সহকারি শিক্ষিকা তানজীনা খানম, সহকারি শিক্ষক মো: কবির হোসেন চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন, জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন কলেজ গভর্নিং বডির অভিভাবক সদস্য ও কলেজ মসজিদের ইমাম মাওলানা আব্দুল হালিম গাজী।

আর পড়তে পারেন