মঙ্গলবার, ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

চাঁদপুরের মতলব দক্ষিণে বজ্রপাতে কিশোরের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১, ২০২১
news-image

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বজ্রপাতে কামরুল বকাউল (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও একজন।

রবিবার (১ আগস্ট) দুপুরে উপজেলার ৬নং উপাদী দক্ষিণ ইউনিয়নে এ ঘটনা ঘটে।

কামরুল ওই ইউনিয়নের মাষ্টার বাজার সংলগ্ন বাকরা গ্রামের মিলন বকাউলের ছেলে।

এলাকাবাসী জানায়, নিহত কামরুলসহ তার তিন জন মাস্টার বাজার এলাকায় ঘুরতে বের হয়ে পাটওয়ারী বাড়ি সংলগ্ন একটি ব্রিজের উপর বসে বেশ কিছুক্ষণ সময় কাটান। পরে আকাশ মেঘাচ্ছন্ন দেখে বৃষ্টির আবাসে তারা একত্রে বাড়ির দিকে রওয়ানা দেন। তারা তিনজনের মধ্যে মুন্না তাদের কাছ থেকে কয়েক হাত দুরে ছিলেন। সবাই বাড়ির কাছাকাছি যেতেই হঠাৎ বিকট শব্দে তাল গাছের উপর থেকে বজ্রপাত হয়ে তাদের গায়ে পড়ে। মুন্না তার কান বন্ধ করে মাটিতে বসে পড়ে। কিছুক্ষণের মধ্যেই সে পেছনে তাকিয়ে দেখতে পান নিহত কামরুল ও শহিদুল মাটিতে পড়ে আছে। সে তাদের কাছ থেকে একটু দুরে থাকায় তার তেমন কিছুই হয়নি। এতে আহত হন শহীদুুল নামে আরেক কিশোর।

পরে পরিবারের লোকজন তাদেরকে উদ্ধার করে ২৫০ শয্যা চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কামরুলকে মৃত ঘোষনা করেন। আহত শহীদুলকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে প্রেরণ করেন। বজ্রপাতের তাপে আহত শহীদুলের শরীরের একাংশে পুড়ে যায়। নিহত কামরুলকে এদিন রাতেই পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আর পড়তে পারেন