শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম সিটি নির্বাচন : মুখ দেখে ভোটারদের কেন্দ্রে ঢুকানোর অভিযোগ

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ২৭, ২০২১
news-image

 

ডেস্ক রিপোর্ট:

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শুরুর আগে থেকে কেন্দ্র দখলের প্রতিযোগিতায় নেমেছেন কাউন্সিলর প্রার্থীরা। নিজের ভোটার নিশ্চিত হয়ে শুধু চেহারা দেখে ভোটারদের কেন্দ্রে ঢুকতে দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। কাউন্সিলর প্রার্থীর কর্মী-সমর্থকদের এমন আচরণের কারণে ভোট প্রদানের হার প্রত্যাশা অনুযায়ী হচ্ছে না বলে অভিযোগ করেছেন একাধিক প্রিসাইডিং কর্মকর্তা।

আজ সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হওয়ার পর থেকেই দক্ষিণ কাট্টলী ১১নম্বর ওয়ার্ড, রামপুর ২৫নম্বর ওয়ার্ড ঘুরে দেখা গেছে, কেন্দ্রের বাইরে ভোটারদের জটলা থাকলেও কেন্দ্রের ভিতরে অনেকটাই ফাঁকা। ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের আব্দুরপাড়াসরকারী প্রাথমিক বিদ্যালয়ের বাইরে কথা হয় এই কেন্দ্রের ভোটার সাইফুর রহমানের সঙ্গে। তিনি অভিযোগ করে বলেন, ‘ভোটার হওয়া সত্ত্বেও কেন্দ্রের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। তারা (টিফিন ক্যারিয়ার প্রতীকের কর্মী) বার বার জানতে চায় কাকে ভোট দিবো? প্রতিপক্ষকে দিবো শোনার পর আমাকে কেন্দ্র থেকে বের করা দেওয়া হয়েছে।’

একই কথা বললেন রাবেয়া বসরী স্কুল কেন্দ্রের ভোটার আল আমীন গাজী। তিনি বলেন, ‘সকাল থেকে দুই দফা চেষ্টা করেছি কেন্দ্রে ঢোকার জন্য। কিন্তু কিছুতেই ঢুকতে দিচ্ছে না। কেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের বলেও লাভ হচ্ছে না।’

আর পড়তে পারেন