শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম ও কুমিল্লার নেতাদের ঢাকায় ডেকে কথা বলবেন শেখ হাসিনা

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ১৬, ২০১৭
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

সম্প্রতি অনুষ্ঠিত কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের পর আওয়ামী লীগের তৃণমূলের কোন্দল অনেকটাই প্রকাশ্যে চলে এসেছে। ওই নির্বাচনের পর দলটির সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় নেতারা অনেকটা প্রকাশ্যেই তৃণমূলে কোন্দলের কথা জানান।

আওয়ামী লীগের তৃণমূলের কোন্দল নিরসনে কেন্দ্রীয় নেতারা সক্রিয় হলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। এ কারণে কোন্দল মেটাতে শেষ ভরসা হিসেবে দেখা হচ্ছে দলীয় প্রধান শেখ হাসিনাকে।

দলটির কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, গত ১২ এপ্রিল আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় দলের তৃণমূলের কোন্দল নিয়ে আলোচনা হয়। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কুমিল্লা ও চট্টগ্রামের কথা দলীয় প্রধানকে জানান। এর পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, ‘সব খবর আমি জানি। সময়মতো আমি তাদের সঙ্গে কথা বলব।’

পরের দিন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক বলেন, ‘‘দলের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে যারা জড়িত তাদের বিষয়ে খোঁজ-খবর নিয়ে ‘কেস-টু-কেস’ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায়।’’

দলটির দায়িত্বশীল নেতারা বলছেন, তৃণমূল পর্যায়ে জেলা ও বিভাগীয় প্রতিনিধি সম্মেলনের মধ্য দিয়ে নতুন এক যাত্রা শুরু করছে আওয়ামী লীগ। এ যাত্রার মূল লক্ষ্য আগামী জাতীয় নির্বাচনে দলের নিরঙ্কুশ বিজয়। সে লক্ষ্যে এসব সম্মেলন তৃণমূল আওয়ামী লীগ নেতাকর্মীদের নতুন করে উজ্জীবিত করবে, ঝিমিয়ে পড়া ভাব কাটিয়ে মাঠের রাজনীতিতে সক্রিয় হয়ে উঠবেন তারা। কিন্তু অনেক ক্ষেত্রে দীর্ঘদিনের কোন্দল নতুন করে মাথাচাড়া দিয়ে উঠছে। কুমিল্লা ও সিলেটের নির্বাচন দলের হাইকমান্ডের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এসব কোন্দল মেটানোর জন্য এখন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইতে পারেন দায়িত্বপ্রাপ্ত নেতারা।

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের পরপর আবারও প্রকাশ্যে ‘বিবাদে’ জড়ান চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের নেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র আ জ ম নাছির উদ্দিন। আওয়ামী লীগ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের এ দুই নেতার বিরোধের বিষয়টি দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় উত্থাপিত হয়। এর পরিপ্রেক্ষিতে দলীয় সভাপতি শেখ হাসিনা বলেন, ‘আমি চট্টগ্রাম ও কুমিল্লার নেতাদের ঢাকায় ডেকে কথা বলব।’

আওয়ামী লীগ সূত্র জানায়, দলকে আরও শক্তিশালী ও সক্রিয় করতে এবং সব অনৈক্য দূর করে দলকে একতাবদ্ধ করতে বিভাগীয় তৃণমূল প্রতিনিধি সম্মেলনের আয়োজন করা হচ্ছে। এসব বিভাগীয় প্রতিনিধি সম্মেলনের মধ্য দিয়ে দলের জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতারা তৃণমূল সমাবেশে অংশ নেবেন। যার মাধ্যমে নবীন-প্রবীণ নেতাকর্মীদের মধ্যে সৌহার্দ্য বাড়বে এবং সাংগঠনিক কার্যক্রম গতিশীল হবে। তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করা এবং নেতাকর্মীদের উজ্জীবিত করাই এসব প্রতিনিধি সম্মেলনের লক্ষ্য।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে বলেন, আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের মাধ্যমে কমিটি গঠিত হওয়ার পর নতুন এক জাগরণ সৃষ্টি হয়েছে। কিছু সমস্যা আছে, আমরা সেগুলো সমাধানে চেষ্টা করছি। প্রতিনিধি সভা, কর্মিসভা করে দলীয় নেতাকর্মীদের মাঝে দূরত্ব নিরসনের চেষ্টা চলছে। আরও কিছু সময় লাগবে।

দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান এ প্রসঙ্গে বলেন, ‘দলের কোনো নেতাকর্মী নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর বিপক্ষে কাজ করে থাকলে সেগুলো খতিয়ে দেখে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আর পড়তে পারেন