শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে বন্ধুকে ডেকে নিয়ে হত্যা, ১৯ বছর পর সাজা যাবজ্জীবন কারাদণ্ড

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ৩, ২০১৬

চট্টগ্রাম:  ঊনিশ বছর আগে বন্ধুকে হত্যার দায়ে মো. ইউনুস নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। একই রায়ে তিনজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মীর রুহুল আমিন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত মোহাম্মদ ইউনূস পলাতক আছেন বলে জানিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, হত্যার ঘটনা প্রমাণিত হওয়ায় চারজনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক রায় দিয়েছেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিন আসামি নসরত উল্লাহ, মোহাম্মদ ইকবাল ওরফে ইব্রাহীম ও গোলাম মোরশেদকে খালাস দিয়েছে আদালত।

মামলার এজাহার থেকে জানা গেছে, ১৯৯৭ সালের ৩ নভেম্বর টেপ রেকর্ডার কেনার কথা বলে আসামিরা শমসের আলী নামের এক যুবককে নগরীর বাকলিয়া থানার নতুন চাক্তাই এলাকায় ডেকে নিয়ে হত্যা করে।এ ঘটনায় শমসের আলীর বাবা দেওয়ান আলী চারজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

১৯৯৮ সালের ৭ অগাস্ট আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। ২০০১ সালের ১ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

আর পড়তে পারেন