শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চট্টগ্রামের লালদীঘীতে বিশ্ব সুন্নী আন্দোলনের ঈদে আজম মহাসমাবেশ অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ৩, ২০১৬

চট্টগ্রাম : হযরত মোহাম্মদ (সঃ) এর দুনিয়ায় শুভাগমনে ঈদে আযম উদযাপন উপলক্ষে বিশ্ব সুন্নী আন্দোলনের উদ্যোগে আজ চট্টগ্রামের লালদীঘী ময়দানে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব এর প্রবর্তক আল্লামা ইমাম হায়াতের সভাপতিত্বে এবং আল্লামা শাহ আরেফ সারতাজ এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ আলেমে দ্বীন হাফেজ আল্লামা হযরত সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা আমিনুল হক আল কাদেরী, আল্লামা সৈয়দ জাহান শাহ, আল্লামা সৈয়দ নুরুল আনোয়ার, আল্লামা সৈয়দ আব্দুস শুক্কুর রায়হান আজীজী, অধ্যাপক আল্লামা ডঃ আতাউর রহমান মিয়াজী, আল্লামা খন্দকার গোলাম মাওলা, অধ্যাপক আল্লামা ডঃ আহসান উল্লাহ সায়ীদ, আল্লামা মোশাররফ হোসেন হেলালী, আল্লামা তাজুল ইসলাম চাঁদপুরী, শায়েখ মুসলিম উদ্দিন আহমদ নুরি শাহ আল কাদেরী, আল্লামা আলমগীর হোসাইন যুক্তিবাদী, মুফতী আল্লামা ডঃ আনোয়ার হোসাইন সাইফী, ডঃ আল্লামা অধ্যাপক নুরুন্নবী প্রমুখ। সভাপতির ভাষণে আল্লামা ইমাম হায়াত বলেন, মহান আল্লাহ তা’আলার সম্পর্ক ও বন্ধনে অপরিহার্য অবলম্বন হিসেবে সর্বকল্যাণের উৎস রূপে দুনিয়ায় প্রিয়নবীর শুভাগমন সত্য-জীবন ও মানবতার অতুলনীয় মহা ঈদ ঈদে আজম। তিনি বলেন, প্রিয়নবীর শুভাগমন স্বয়ং আল্লাহ তা’আলার নিজেকে প্রকাশ করা এবং মানবজাতির সাথে আল্লাহ তা’আলার সাথে সংযোগ ও বন্ধন তৈরী করা। ঈদে আজমের দান ও লক্ষ্য উপলব্ধির আহবান জানিয়ে ইমাম হায়াত বলেন, প্রিয়নবীর দেয়া সকল মানুষের জন্য সর্বকল্যাণময়, ধর্ম-বর্ণ-জাতি নির্বিশেষে সব মানুষের সম-অধিকার-নিরাপত্তা-স্বাধীনতা, সর্বজনিন মানবিক রাষ্ট্রব্যবস্থা ও অখন্ড মানবতার অবিভাজ্য বিশ্বব্যবস্থা খেলাফতে ইনসানিয়াতই মানবতার মুক্তির একমাত্র উপায়, মহান ঈদে আজমের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন ও আলোকপ্রবাহ জারি রাখার একমাত্র পথ।

আর পড়তে পারেন