বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ঘূর্ণিঝড় ম্যাংখুতের আঘাতে মৃতের সংখ্যা ৬৪ জন

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ১৭, ২০১৮
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

ফিলিপাইনে ঘূর্ণিঝড় ম্যাংখুতের আঘাতে মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৬৪ জনে দাঁড়িয়েছে। শনিবার ফিলিপাইনে আঘাত হানে মাংখুত। প্রথম দিকে তেমন হতাহতের খবর পাওয়া না গেলেও পরে একের পর এক মৃত্যুর খবর আসতে থাকে।

গতকাল দেশটির জরুরি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, শিশু ও নারীসহ মৃতের সংখ্যা ৬৪ জনে দাঁড়িয়েছে। কর্মকর্তারা জানান, বেশিরভাগ মৃত্যু ঘটেছে করডিরেলা অঞ্চলের বেনগুয়েত প্রদেশের ইতোগোন শহরে এবং নুয়েভা ভিসকায়াতে ভূমিধসের কারণে।

এদিকে, পুরো দেশজুড়ে প্রায় ৫০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছে। অনেক এলাকার ঘর-বাড়ি ধ্বংস হয়ে গেছে। শিক্ষা প্রতিষ্ঠাসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি অবকাঠামো ধসে পড়েছে।

প্রসঙ্গত, ম্যাংখুত আঘাত হানার পর গ্রামীণ এলাকাগুলোর সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় মোট ক্ষয়ক্ষতির পরিমাণ সম্বন্ধে ধারণা পাওয়া যায়নি।

আর পড়তে পারেন