শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

গ্রামের সকল অপরাধ সাথে সাথে থানা পুলিশকে অবহিত করতেই সাইকেল বিতরণ –  কুমিল্লা জেলা প্রশাসক

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ১৪, ২০২১
news-image

মো. জামাল উদ্দিন দুলাল:
কুমিল্লা জেলা প্রশাসক কামরুল হাসান বলেছেন, গ্রামের সকল অপরাধমূলক কর্মকান্ড সাথে সাথে থানা পুলিশকে অবহিত করতেই বাই-সাইকেল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে কুমিল্লার দেবিদ্বার উপজেলার গ্রাম পুলিশের মাঝে ৩০ টি বাই-সাইকেল বিতরণ কালে তিনি আরো বলেন, সরকার গ্রামীণ পর্যায়ে গ্রাম পুলিশদেরকে ব্যাপক উন্নয়ন সাধন করেছেন। গ্রাম পুলিশদের একই ধরনের ড্রেস, জুতা বিভিন্ন সরঞ্জামাদি এবং বাইসাইকেল বিতরণ’র অংশ বিশেষ। বাই-সাইকেল দিয়ে সকলেই নিজ নিজ ইউনিয়নের সরকারের দেওয়া নির্দেশনা মোতাবেক সঠিকভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলার ১৫টি ইউনিয়নের দুই জন করে মোট ৩০ জন গ্রাম পুলিশের মাঝে এসব বাই-সাইকেল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার রাকিব হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. গিয়াস উদ্দিন, দেবিদ্বার থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানী, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম, উপজেলা প্রকৌশলী মো. শাহ আলম সহ আরো অনেকে।
এদিকে কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, বাই-সাইকেল বিতরণ এর পূর্বে উপজেলা অফির্সাস ক্লাব উদ্বোধন, উপজেলা ডিজিটাল সার্ভিস সেন্টার উদ্বোধন করেন।

আর পড়তে পারেন